জ্যোতিষশাস্ত্রে সূর্যের রাশি পরিবর্তনের ব💙িষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। সূর্যের গোচরের মেয়াদ হল ৩০ দিন। প্রতি মাসে সূর্য একটি রাশি থেকে বেরিয়ে🐈 অন্য রাশিতে প্রবেশ করেন। সেরকমভাবে আগামী ১৬ নভেম্বর (মঙ্গলবার) বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেন সূর্য। ১৬ ডিসেম্বর পর্যন্ত সেখানেই থাকবেন। তারপর ধনু রাশিতে প্রবেশ করবেন।
এমনিতে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যের রাশি পরিবর্তনের ফলে বিভিন্ন রাশির জাতকদের উপর প্রভাব পড়বে। কয়েকটি রাশির জাতকরা লাভবান হবে🙈ন। সূর্যের সেই রাশি পরিবর্তনের ফলে জগদ্ধাত্রী পুজোর পরই কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন একনজরে -
১) বৃষ- সূর্যের গোচরের ফলে বৃষ রাশির জাতকরা লাভবান হবেন। কেরিয়ারে উন্নতি হবে। নয়া সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। নয়া কোনও দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীরা লাভব💃ান হবেন। বাড়ি কিনতে পারেন বা গাড়ি কিনতে পারেন।
২) মিথুন- সূর্যের গোচরের ফলে মিথুন রাশির জাতকরা শুভ খবর পাবেন। আগের থেকে আর্থিক পরিস্থিতি ভালো হবে। কেরিয়ারে দারুণ উন্নতি হবে আপনার। যাঁর♏া চাকরি করেন, তাঁরা লাভবান হবেন। লাভবান হবেন ব্যবসায়ীরা।
৩) কন্যা- চাকরিতে পদোন্নতির সুযোগ মিলবে। যাঁরা এই সময় লগ্নি করবেন, তাঁরা লাভবান হবেন। সহকর্মীদের সাহায্য পাবেন কন্যা রাশির জাতকরা। যাত্রার যোগ তৈরি হচ্ছে। আয়ের নয়া⭕ পথ খুলে যাবে।
৪) মকর- সূর্যের রাশি পরিবর্তনের ফলে মকর রাশির জাতকরা লাভবান হবেন। এই সময় মান-সম্ꦇমান বাড়বে। শিক্ষা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড়সড় সাফল্য পাবেন। এই সময়ের মধ্যে বড়সড় কোনও বিষয় অর্জন করতে পারেন।