কলকাতা: থিমের রেষারেষিতে বেশিরভাগ পুজো কমিটিই চায় নিজেদের সেরা হিসেবে তুলে ধরতে। এবার তেমনই কারিকুরি করতে গিয়ে আইনে জটে জড়িয়ে পড়ল হুগলির একটি পুজো। হুগলির বৈদ্যবাটির নার্সারি রোড বারোয়ারি দুর্গাপুজো কমিটির (Durga Puja 2024) এবারের পুজোর থিম ছিল মহেঞ্জোদারো সভ্যতা। থিম ফুটিয়ে তুলতে ওড়িশা থেকে ভাড়া করে আনা হয়েছিল একটি উট (Camel In Puja Mandap)। পুজোর কয়েকদিন মণ্ডপেই থিমের অংশ হিসেবে উটটিকে দাঁড় করিয়ে রাখা হয়। এই ঘটনা চোখে পড়ে পশুপ্রেমীদের। সপ্তমীর দিন কেপ ফাউন্ডেশন নামক একটি সংস্থা🎀র তরফে অভিযোগ দায়ের হয় শেওড়াফুলি থানায়।
পুজো কিন্তু শেষ হল উট নিয়েই!
অভিযোগ দায়ের করা হলেও পুলিশ পুজো কমিটির বিরুদ্ধে তৎক্ষণাৎ কোনও পদক্ষেপ নেয়নি বলে সংবাদমাধ্যমের খবর। বরং গ্রেফতার করা হয় উটমালিককে। উটের মালিককে সম্প্রতি হুগলি জেলা আদালতে পেশ করা হয়। সেখানে এক হাজার টাকার বন্ডে জামিন পান তিনি। সপ্তমীতে অভিযোগ দায়ের করা হলেও উটটি দশমী (Durga Puja) পর্যন্ত মণ্ডপেই দাঁড়িয়েছিল। তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি পুলিশ। দশমীর পর উটটিকে তুলে নিয়ে যাও🌌য়া হয়। ভর্তি করা হয় অ্যানিমাল ওয়েলফেয়ার হাসপাতালে।
আরও পড়ুন - 🧔Health Tips: কম বয়সেই দেখা দিচ্ছে হাড✅়ের রোগ! নেপথ্যে রোজকার ৫ অভ্যাস
কেন উট এ ভাবে মণ্ডপে রাখা বেআইনি?
উট কোনও বন্য়প্রাণী নয়। ফলে বন্য়প্রাণী সংরক্ষণ আওতায় পড়ে না এই প্রাণী। কিন্তু ভারতীয় আইন অনুযায়ী উট ‘ডোমেস্টিক অ্যানিমাল’। তাই চাই💯লেই যেভাবে ইচ্ছে ব্যবহার করা যায় না উটকে। প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস অ্যাক্ট (১৯৬০), পারফর্মিং অ্যানিম্যালস রুলস (১৯৭৩) এবং ট্রান্সপোর্ট ওঅফ অ্যানিম্যালস রুলস (১৯৭৮) অনুযায়ী, উটকে কোনও বিনোদনমূলক কাজে ব্যবহার করা যায় না।
কী বলছে পুজো কমিটি?
পুজো কমিটির অবশ্য বক্তব্য, তারা উট রেখে কোনও ব্যবসা করেননি। তাই যতদূর আইনি লড়াই লড়তে হয়, তারা লড়বেন। প্রসঙ্গত, রাজ্꧒যে যখন রাজস্থান উৎসব হয়, তখন ভিন রাজ্য থেকে উট নিয়ে আসা হয়। কিন্তু প্রতিটি উটের জন্য চিকিৎসক নিয়োগ থেকে অন্যান্য নিরাপত্তার দায়িত্ব থাকে রাজ্য সরকারের। তাই𒆙 থিমের অংশ হিসেবে মণ্ডপে উট রাখতে চাইলেই রাখা যায় না। সংবাদমাধ্যমকে এমনটাই জানাচ্ছেন রাজ্যের প্রাণীসম্পদ ভবনের এক আধিকারিক।