কলকাতার বেহালার ঘটনার পুনরাবৃত্তি হল উত্তর ২৪ পরগনার খড়দহে। স্কুল ছুটি হয়ে যাওয়ার পর রাস্তা পার করতে গিয়ে ছাত্রীকে পিষে দিল বেপরোয়া ট্রাক। তারফলে মৃত্যু হয়েছে খড়দহ রুইয়ার সেন্ট জেভিয়ার্স স্কুলের ওই ছাত্রীর। মৃত ছাত্রীর নাম রূপকথা দত্ত। এছাড়া আহত হয়েছে আরও দুই পড়ুয়া। তারা হাসপাতালে ভরতি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটক ট্রা൲ককে পুলিশ বাজেয়াপ্ত করলেও চালক পলাতক। এই মুহূর্তে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে।
আরও পড়ুন: পুরুলিয়ায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, টোটোকে পিষে দিল বেপরোয়া লরি, মৃত ৫, আহত ১১ ❀জন
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়ে🅘ছে, রূপকথা দ্বাদশ শ্রেণির পড়ুয়া। প্রতিদিনকার মতোই স্কুল ছুটি হওয়ার পর কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে একটি লেনে ওঠে 🧜রূপকথা। তার সঙ্গে ছিল অষ্টম শ্রেণির আরও দুই পড়ুয়া। তবে এক্সপ্রেসওয়ের মাঝে একটি কাটা লেন ধরে যেতেই ঘটে বিপত্তি। জানা যায়, ওই লেন পার করে অন্য একটি লেনে যাওয়ার পথেই উলটো দিক থেকে একটি ট্রাক এসে তাকে পিষে দেয়। ঘটনায় অনেকটাই দূরে ছিটকে পড়ে ওই ছাত্রী। এছাড়াও ওই দুই পড়ুয়াও আহত হয়।
এদিকে, ট্রাকটি ধাক্কা মারার পর কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ঘটনাস্থলের কাছেই স্কুল। খবর পেয়ে ছুটে আসেন স্কুলের নিরাপত্তারক্ষীরা। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী এবং অন্যান্য মানুষজন সেখানে ছুটে আসেন। আহত অবস্থায় তিন জনকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তবে সেখানে রূপকথাকে ব♈াঁচানো সম্ভব হয়নি। চিকি💟ৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।