লোকসভা নির্বাচনের মুখে ফের রক্ত ঝরল বারাকপুর শিল্পাঞ্চলে। দিনে দুপুরে পুরনো লোহার দোᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚকান লক্ষ্য করে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। বিস্ফোরণে দোকানের ২ জন কর্মীর হাত উড়ে গিয়েছে বলে সূত্রের খবর। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল।
🍒স্থানীয়রা জানিয়েছেন, রবিবার দুপুরে কাঁচরাপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে সুবোধ রায় সরণিতে চন্দন রায় নামে এক ব্যক্তির পুরনো লোহা লক্করের দোকান লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। মোট ৩টি বোমা ছোড়ে তারা। বোমার আঘাতে দোকানের ২ কর্মচারীর হাত উড়ে গিয়েছে বলে জানিয়েছেন 🉐স্থানীয়রা।
বোমার শব্দে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বীজপুর থানার পুলিশ ও দমকল। পুলিশকর্মীরা ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেন। তবে কী কারনে, বোমাবাজি করলো, তা খতিয়ে দেখছে বীজপুর থানার পুলিশ।গোটা বিষয় নিয়ে বলেন ব্যারাকপুর লোকসভা সংসদ অর্জুন সিং বলেন🦹, আমিও গোটা বিষয়টি শুনেছি। আমাদের পুলিশ কমিশনার খুব সক্ষম। দ্রুত দোষীরা ধরা পড়বে।
দোকানের মালౠিক চন্দন রায় বলেন, ‘আমি একজন সমাজসেবী। মানুষের বিপদে পাশে থা💃কি। আমার দোকানে যারা বোমা মেরেছে তারা ভালো কাজ করেনি। যে ছেলে ২টোর হাত উড়ে গেল তাদের কী দোষ? তাদের তো পরিবার রয়েছে।’
স্থানীয় এক🐠 বাসিন্দা বলেন, আমাদের এখানে আগে কোনও দিন এরকম ঘটনা ঘটেনি। কারা বোমা🌳 মেরেছে জানি না। তবে এলাকায় CCTV রয়েছে। দুষ্কৃতীরা নিশ্চই ধরা পড়বে।
ঘটনার পর থেক🔜ে থমথমে এলাকা। আ🧸তঙ্ক প্রশমণে বসেছে পুলিশ পিকেট।