পুরভোট মিটলেও জেলায় জেলায় বিভিন্ন অছিলায় সুযোগ পেলেই এখনো বিরোধীদের ওপর দাঁতনখ বার করে ঝাঁপিয়ে পড়ছে শাসক তৃণমূল। শুক্রবার সেরকমই এক হামলার শিকার হলেন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কয়েকজন কংগ্রেস কর্মী। অভিযোগ, তাঁদের পুরসভার পানীয় জলের কল থেকে জল নিতে বাধা দেন তৃণমূলকর্মীরা। তার জেরেই শুরু হয় সংঘর্ষ।শুক্রবার কান্দি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষ বাঁধে। আক্রান্তদের দাবি কল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। পৌরসভার ওই কল থেকে কংগ্রেসের কর্মীদের জল নিতে বাধা দেয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এর জেরে শুরু হয় বিবাদ। তা ক্রমশ হাতাহাতিতে গড়ায়। সংঘর্ষে দুই পক্ষের মোট ৪ জন জখম হন।আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কান্দি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।কান্দি মহকুমা কংগ্রেস সভাপতি তথা কান্দির প্রাক্তন বিধায়ক শফিউল আলম খান এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে সরাসরি দায়ী করেছেন। অন্যদিকে কান্দি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রাসমত সেখ এই ঘটনার জন্য কংগ্রেসকে দায়ী করে বলেন, শান্ত কান্দিকে অশান্ত করার প্রচেষ্টা করছে কংগ্রেস কর্মীরা।