ভিন্ন উচ্চতার কারণে এতদিন দুটি রেলপথের সংযুক্তিকরণ করা যাচ্ছিল না। আর সেই কাজটা সম্পন্ন হয়ে গিয়েছে। পূর্ব রেলের মসাগ্রাম স্টেশনের সঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের👍 রুটের সংযোগ করতে ইন্টারলকিংয়ের কাজ চলবে। আর সেই কাজের জন্য বৃহস্পতিবার থেকে আগামী রবিবার পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড এবং মেন লাইনে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এবং শুক্রবার (১৫ নভেম্বর) ৫২টি ট্রেন বাতিল থাকছে। বৃহস্পতিবার এবং শুক্রবার কোন কোন ট্রেন বাতিল থাকছে, সেটার পুরো তালিকা দেখে নিন। সঙ্গে দেখে নিন ট্রেনের টাইমটেবিল।
কোন কোন হাওড়া-বর্ধমান লোকাল (কর্ড) বাতিল থাকবে?
১) ৩৬৮১১: ভোর ৪ টেয় হাওড়া থেকে ছাড়ে।
২) ৩৬৮১৫: সকাল ৬ টা ১০🥀 মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
৩) ৩৬৮২১: সকাল ৯ টা ৩০ মিনিটে হাওড়꧅া থেকে ছাড়ে।
৪)🍰 ৩৬৮২৫: সকাল ১১ টা ২২ মিনিটে হাওড়া🦋 থেকে ছাড়ে।
✨ ৫) ৩৬৮২৯: দুপুর ১𓂃 টা ৩২ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
৬) ৩৬৮৩৩: দুপুর ৩ 💯টে ৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
৭) ৩৬৮৩৫: বিকেল ৫ টা ২৭ মিনিটে😼 হাওড়া থেকে♓ ছাড়ে।
৮) ৩৬৮৩৯: সন্ধ্যা ৬ ট🌸া ১০ মিꦬনিটে হাওড়া থেকে ছাড়ে।
৯) ৩৬৮৪৭: রাত ৮ টা ২০ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
১০) ৩৬৮৫১: 💛রাত ৯ টা ৪২ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
১১) ৩৬৮৫৫: রাত ১১ টা ১৫ মিনিটে হাওড়া থে🦩কে ছাড়ে।
কোন কোন বর্ধমান-হাওড়া লোকাল (কর্ড) বাতিল থাকবে?
১) ৩৬৮১২: রাত ২ টো ৫৮ মিনিটে বর্ধমান থেকে ছাড়ে।
২) ৩৬৮১৬: ভোর ৫ টা ৪ মিনিটে বর্ধমান থেকে ছাড়ে।
৩) ৩৬৮ꦯ২০: সকাল ৬ টা ৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়ে।
৪) ৩৬৮২৬: 💟সকাল ৭ টা ৩২ মিনিটে বর্ধꦕমান থেকে ছাড়ে।
৫) ৩৬৮৩৪: সকাল ১০ টা ꦐ৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়ে।
৬) ৩৬৮৩৮: সকাল ১১ টা ৪৮ মিনিটে বর্ধমান থেক🤡ে ছাড়ে।
৭) ৩৬৮৪২: দুপুর ২ টো ২০ মিনিটে বর🧔্ধমান থেকে ছ🌃াড়ে।
৮) ৩৬৮৪৬: বিকেল♏ ৪ টে ৫০ মিনিটে বর্ধমান থেকে ছাড়ে।
৯) ৩৬৮৪৮: বিকেল ৫ টা ৫০ মিনিটে বর্ধমান থেকে ছাꦏড়ে।
১০) ৩৬৮৫২: সন🐟্ধ্যা ৭ টা ২০𓆉 মিনিটে বর্ধমান থেকে ছাড়ে।
১১) ৩৬৮৫৪: রাত ৮ টা ৭ মিনিটে বর্🌼ধমান থেকে ছাড়ে।
১২) ৩৬৮৫৮: রাত ৮ টা ৪৩ মিনিটে 🎀বর🐻্ধমান থেকে ছাড়ে।
কোন কোন হাওড়া-বর্ধমান লোকাল (মেন) বাতিল থাকবে?
১) ৩৭৮১১: ভোর ৪ টে ১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
২) ৩৭৮১৫: ভোর ৫ টা ২৭ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
৩)❀ ৩৭৮১৯: সকাল ৬ টা ৫৮ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
৪) ৩৭৮২৩: সকাল ৯ টায় হাওড়া থেকে ছাড়ে।
৫) ৩৭৮২৭: সকাল ১১ টা ২৫ মꦐিনিটে হাওড়া থেকে ছাড💧়ে।
৬) ৩৭৮২৯: বেল🦹া ১২ টা ৩০ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
৭) ৩৭৮৩৫: দুপুর ২ 🐲টো ৫৫ মিনিটে হাওড়া থে🌟কে ছাড়ে।
৮) ৩৭৮৪১: বিকেল ৫ টা ৩🐼৫ মিনিটে হাও🐲ড়া থেকে ছাড়ে।
৯) ৩৭৮৪৫: সন্ধ্যা ৬ টা ৫🍸 মিনিটে হাওড়া থেকে ছ🎃াড়ে।
১০) ৩৭৮৪৯: সন্ধ্যায় ৭ টায় হাওড়া থেকে ছাড়ে।
১১) ৩৭৮৫৩: রাত 🌌৮ টা ২০ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
কোন কোন বর্ধমান-হাওড়া লোকাল (মেন) বাতিল থাকবে?
১) ৩৭৮১২: রাত ৩ টে ৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়ে।
২) ৩৭৮১৪: ভোর ৪ টে ৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়ে।
৩) ৩৭৮১৮: ভোর ৫ টা ৪২ মিনিটে বর্ধ♏মান থেকে ছাড়ে।
৪) ৩৭৮২২: সকাল ৬ টা ৪🎃০ মিন🍬িটে বর্ধমান থেকে ছাড়ে।
৫) ৩৭৮৩২: সকাল ৯ টা ৫৭ মিনিটে বর্ধমান থেকে🌱 ছাড়ে।
৬) ৩🤪৭৮৩৬: বেলা ১২ টা ২৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়ে।
৭) ৩৭৮৪০: দুপুর ৩ ♛টে ১৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়ে।
৮) ৩৭৮৪৪: বিকে🍃ল ৫ টা ২৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়ে।
৯) ৩৭৮৫০: সন্ধ্যা ৬ টাღ ৪০ মিনিটে বর্ধমান থেকে ছাড়ে।
১০) ৩৭৮৫২: স🍌ন্ধ্যা ৭ টা ৫২ মিনিটে বর্ধমান থেকে ছাড়ে।
ব্যান্ডেল-বর্ধমান-ব্যান্ডেল শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩৭৭৮১: রাত ৩ টে ৪৫ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ꦜে।✃
২) আপ ৩৭৭৮🔯৩﷽: ভোর ৪ টে ২০ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ে।
৩) আপ ৩৭৭৮৫:🌊 ভোর ৪ টে ২০ মিনিট🍌ে ব্যান্ডেল থেকে ছাড়ে।
৪) ডাউন ৩৭৭৮২: সকাল💃 ৬ টা ৪৫ মিনিটে বর্ধমান থেকে ছা꧂ড়ে।
৫) ডাউন ৩৭৭৮৪: রাত ৯ টায় বর্ধমান থেকে ছাড়ে।
৬) ডাউন ৩৭৭৮৬: রাত ৩ টে ৩৫ মি﷽নিটে বর্ধমান থেকে ছাড়ে🤡।
শিয়ালদা-বর্ধমান-বর্ধমান শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) 𒆙আপ♔ ৩১১৫১: সকাল ১০ টা ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ডাউন ৩১১৫২: দুপুꦿর ২ টো ৪৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়ে।