লাগাতার অনশনের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ১ জুনিয়র ডাক্তারকে ভর্তি করতে হল হাসপাতালে🏅। শনিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিসিইউতে তাদের ভর্তি করেন জুনিয়র ডাক্তাররা। গত শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের দাবিপূরণের লড়াইয়ে অনশন চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। এর ফলে অনশনের জেরে মোট ২ জনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হল।
আরও পড়ুন - 'পশ্চিমবঙ্গে বাংলাদেশের রোগ!', পুজোয় মাইক বাজালে মূর্তি ভাঙচꦺুরের হুমকি ফালাকাটায়
পড়তে থাকুন - গার্ডেন🐼রিচে মণ্ডপে ঢুকে পুজো বন্ধ করার হুমকি দুষ্কৃতীদের, দাবি🐓 শুভেন্দুর
গত 𓄧৫ অক্টোবর থেকে অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। কলকাতার সঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যালে অনশনে বসেছেন ২ জুনিয়র ডাক্তার। তাদের মধ্যে অলোক বর্মা শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করেন অন্যরা। উত্তরবঙ্গ মেডি🦩ক্যালে এখনও অনশন চালাচ্ছেন শৌভিক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন - দু একটা মৃত্যু চাইছে সরকার, জুনিয়র ডাক্তারদꦕের অনশন নিয়ে বিস🃏্ফোরক অভিজিৎ গাঙ্গুলি
জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবির সমর্থনে গত শনিবার থেকে কলকাতার ধর্মতলায় শুরু হয়েছে আমরণ অনশন কর্মসূচি। প্রথমে ৬ জন অনশন শুরু করলেও পরে সেখানে যোগদান করেন আরজি কর মেডিক্যালের ছাত্র অনিকেত মাহাতো। গত বৃহস্পতিবার তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করতে♐ হয়।