নয়া রেকর্ডের পরদিনও স্বস্তি দিল না সোনা। বরং শুক্রবা⛎রও বাড়ল হলꩵুদ ধাতুর দাম।
আরও পড়ুন : কেমনভাবে পালন করবেন মহাশিবরাত্রির ব্রত, জেনে নিন এই দিনের সব আ💮চার-রীতি
বৃহস্পতিবার কলকাতায় নয়া রেকর্ড গড়েছিল পাকা সোনা। ১০ গ্রাম পাকা সোনার দাম ছিল ৪২,ꦍ১১০ টাকা। এদিনও সেই বৃদ্ধি অব্যাহত। বৃহস্পতিবারের থেকে এদিন ১০ গ্রাম পাকা সোনার দাম বেড়েছে ১১৫ টাকা।
আরও পড়ুন : মহাশিবরাত্রি ২০২০: জানুন তারিখ, পুজোর সময়
শুক্রবার ৪০,০০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গেল ১০ গ্রাম গয়না সোনা। বৃহস্পতিবার ১০ গ্রাম গয়না সোনা কিনতে ক্রেতাদের পকেট থে🔴কে ৩৯,৯৫০ টাকা খ༒সেছিল। এদিন সেই দাম ১১০ টাকা বেড়ে দাঁড়াল ৪০,০৬০ টাকা। অন্যদিকে, ১১০ টাকা দাম বেড়েছে ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নারও।
আরও পড়ুন : New Pension Rule: সুখবর শোন🌸াল কেন্দ্র! খুশির হাওয়া সরকারি কর্মচারী👍 মহলে
সোনার দাম বাড়লেও রুপোর দাম অবশ্য অপরিব𓂃র্তিত রয়েছে। এদিন এক কেজি খুচরো রুপোর দাম পড়বে ৪৭,৯০০ টাকা।
আরও পড়ুন : New Tax Rate vs Old Tax Rate with Deduction♓s- চাকুরিজীবীদের জন্য বিশেষ ব্যবস্থা
শুক্রবার কলকাতায় জিএসটি ছꩲাড়া সোনা ও রুপোর দাম কত থাকবে, তা একনজরে দেখে নেওয়া যাক –
• ২৪ ক্যারা🐻ট, পাকা সোনা (১০ গ্রাম) – ౠ৪২,২২৫ টাকা।
• ২২ ⛄ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৪০,০♔৬০ টাকা।
• ২২ ক্য♔ারাট, হ🉐লমার্ক সোনার গয়না (১০ গ্রাম) - ৪০,৬৬০ টাকা।
• রুপোর বাট (প্রতি কেজি) – ৪৭,৮০০ টাকা।
• খুচরো রুপো (প্রতি কেজি) – ৪৭,৯০০ টাকা।
আরও পড়ুন : New Tax Rate vs Old Tax rate🐭 with deductions-চাকরি করুন বা ব্যবসা, কোনটা বাছা উচিত, জেন𒀰ে নিন