প্রায়ꦅ প্রতিদিনই নয়া রেকর্ড গড়ছে সোনা। এই প্রথম কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দাম ৪৪,০০০ টাকার গণ্ডি ছাড়াল।
আরও পড়ুন : New Tax Rate vs Old Tax rate with d⭕eductions-চাকরি করু🅠ন বা ব্যবসা, কোনটা বাছা উচিত, জেনে নিন
সোমবার কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার কেনার জন্য খরচ পড়েছিল ৪৩,১৬০ টাকা। সঙ্গে যোগ হয়ಌেছিল জিএসটি। এদিন তা একলাফে ৮🐟৯০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৪,০৫০ টাকা। জিএসটি যোগ করে ওই পরিমাণ পাকা সোনা কিনতে ক্রেতাদের পকেট থেকে ৪৫,৩৭১ টাকা খসবে।
আরও পড়ুন : New Tax Rate vs Old Tax Rate with Deductions- চাকুরিজীবীদের জন্য বিশেষ ব্যব💖💜স্থা
অন্যদিকে, আশঙ্কা মতোই মঙ্গলবার ১০ গয়না সোনার দাম ৪১,০০০ টাকা ছাড়িয়েছে। সোমবারের থেকে এদিন ১০ গয়না সোনার দাম ৮৬০ টাকা বেশি🐎। ৪২,০০০ টাকার সীমা পার করেছে ১০ গ্রাম হলমার্ক সোনার গয়না। এদিন ওই পরিমাণ হলমার্ক সোনার গয়না কিনতে জিএসটি ছাড়া খরচ হবে ৪২,৪২০ টাকা। যা সোমবারের থেকে ৮৬০ টাকা বেশি।
আরও পড়ুন : আধার থাকলে প্যান কার্ড পান দশ মিনিটে!
নাভিশ্বাস তুলছে রুপোর দামও। এদিন কলকাতায় প্রতি ক༺েজি খুচরো রুপোর দাম ৪৯,০০০ টাকার সীমা𒁃 ছাড়িয়েছে।
আরও পড়ুন : New Tax Rate vs 🔴Old Tax Rate wi🗹th deductions- E-Calculator ব্যবহার করে দেখুন
মঙ্গলবার কলকাতায় জিএ🐭সটি ছাড়া সোনা ও রুপোর দাম কত থাকবে, তা একনজরে ⭕দেখে নেওয়া যাক –
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম) – ৪৪,০৫০ টাকা।
💙• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৪১,৭৯০ টাকা।
• ২২ ক্যার♏াট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম) - ৪২,৪২০ টা💫কা।
• রুপোর বাট (প্রতি কেজি) – ৪৯,১০০ টাকা।
• খুচরো রুপো (প্রতি কেজি) – ৪৯,২০০ টাকা।