বিজেপি নকল করে লোকসভা নির্বাচনে প্রার্থীতালিকা তৈরি করেছে তৃণমূল। রবিবার তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশের পর উত্তর ২৪ পরগনার ন্যাজাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তৃণমূল প্রার্থীদের কোম্পানির কর্মচারী বলে কটাক্ষ করেন শুভেন্দু। বলেন, বাংলায় হিন্দুত্বের জাগরণ দেখে রꦏামনবমীতে ছুটি দিতে বাধ্য 🔥হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
আরও পড়ুন: রাম নবমীতে ছুটি ঘোষণা 🐲করল নবান্ন, লোকসভা নির্ব🅺াচনের আগে বিজ্ঞপ্তি জারি
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘কর্মচারীদের দাঁড় করিয়েছে𒐪। কিচ্ছু হবে না। বিজেপিকে নকল করছে। কোনও লাভ হবে না। দেবাংশু দাঁড়ানোয় তমলুকে ২ লক্ষের ব্যবধান বেড়ে ৩ লক্ষ হবে। লিখে রাখুন। ঘাবড়ে গেছে। বহরমপুরে ডাক্তার নির্মল সাহা জিতছে। অধীর চৌধুরী থার্ড হবে। ব়্যাম্প তৈরি করে ফ্যাশন শো হল। পাগলু ডান্সটা বাকি থাকল। তৃণমূলের প্রার্থী তালিকা দেখে ভীত বা আনন্দিত কোনওটা হওয়ারই দরকার নেই। এটা একটা কোম্পানি আর তার বিভিন্ন স্তরের কর্মচারীদের ব্যাপার। আবার মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন পরেই বলবেন, আমিই ৪২টা আসনে প্রার্থী। তার পর যখন চুরি ধরা পড়বে তখন বলবে, পার্থদা এসব করেছে আমি জানতাম না। মানিক এসব করতে পারে আমি ভাবতে পারি না। বালু সত্যিই ভালো ছিল। বালুকে ফাঁসানো হয়েছে। তৃণমূল তিনটে নামে ভয় পায়। নরেন্দ্র মোদী, বিজেপি ও সনাতন। কেমন রাম নবমীর ছুটি দিল দেখলেন না? আজকে বলছেন ভগবান পুরুষোত্তম রাম। ঠেলায় না পড়লে বিড়াল গাছেไ ওঠে না’।
আরও পড়ুন: রুবি থেকে ৩২ মেট্রো স্টেশনে যেতে পারবেন! কোথায় কত ভাড়া লাগবে? দেখুন পুরো ত🤡ালিকা
মমতার বদলে অভিষেক বন্দ্যেপাধ্যায়ের তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণা নিয়ে তিনি বলেন, এই জন্যই তো পার্টিটা আমি ছেড়েছি। ২১ বছর পার্টিটা করার পরে। একটা চোর তোলাবাজ। আমরা খেটে খুটে নন্দীগ্♕রামের লোক মরে মুখ্যমন্ত্রী করেছি। তার পর আলালের দুলাল চোরটাকে দিল্লি থেকে নিয়ে এসে নামিয়েছে। সেই দিনই বুঝে গেছিলাম এই মালটা কী জিনিস।