বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রিল ব𒉰ানানোর নেশায় মত্ত ৮ থেকে ৮০ অনেকেই। সে যে কোনও পেশারই হোক না কেন, অনেককেই সোশ্যাল মাধ্যমে রিল বানাতে দেখা যায়। আর সেই তালিকায় রয়েছে পুলিশের কর্মী-অফিসাররাও। অনেকেই আবার উর্দি পরে রিল বানিয়ে থাকেন সোশাল মাধ্যমে। যার ফলে পুলিꦕশকে নিয়ে মানুষের মধ্যে ভুলবার্তা পৌঁছাচ্ছে। এই অবস্থায় পদক্ষেপ করল রাজ্য পুলিশ। উর্দি পরে রিল ভিডিয়ো তৈরি করলেই সেক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশকর্মী বা অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এই মর্মে সব জেলার এসপিদের নির্দেশ দিয়েছেন এডিজি।
আরও পড়ুন: ‘উত্তেজক ভিডিয়ো শেয়ার করবেন না’, বাংলাদেশ পরিস্থ🔥িতি নিয়ে স♈াফ বার্তা WB পুলিশের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনেকেই অভিযোগ করেছেন পুলিশের উর্দি পরে বহু পুলিশ কর্মী রিল বানাচ্ছেন এবং সেগুলি সোশ্যাল মাধ্যমে দেদার আপলোড করছেন। জানা গিয়েছে, সম্প্রতি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার পূর্ব বর্ধমানের এক বাসিন্দার কাছে অভিযোগ পেয়েছিলেন। তাতে অভিযোগ করা হয়, একজন পুলিশ কর্মী উর্দি পরে সোশ্যাল মাধ্যমে আপলোড করছেন। এর ফলে পুলিশের শৃঙ্খলা, সুনাম ও মর্যাদা নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠছে। অভিযোগ উঠেছে, এভাবে পুলিশকর্মীরা নিয়ম লঙ্ঘন করছেন। তাছাড়া অনেকেই আবার কর্মস্থলে গিয়েও উর্দি পরে রিল বান💙াচ্ছেন। এতে মানুষের কাছে ভুলবার্তা যাচ্ছে বলেই অভিযোগ ওঠে।
এদিকে, এরপরেই বিষয়টি খতিয়ে দেখার জন্য এডিজি (পলিসি) আর শিবাকুমার এবং এডিজি (সাউথবেঙ্গল) সুপ্রতিম সরকারকে নির্দেশ দেন ডিজি। তাঁরা অভিযোগের সত্যতা খুঁজে পান। তারপরেই পুলিশের তরফে পদক্ষেপ করা হয়। জানা গিয়েছে, উর্দি পরে রিল বানানো পুলিশ কর্মীদের প্রথমে শনাক্ত করা হဣবে। এরপরে তাঁদের কারণ দর্শানোর জন্য নোটিশ পাঠানো হবে। তারপরে তাঁদের জবাবে আধিকারিকরা সন্তুষ্ট না হলে আর্থিক জরিমানা করা হবে। অথবা অন্য ব্যবস্থা নেওয়া হবে। জানা গিয🅰়েছে, রাজ্য পুলিসের এডিজি (সাউথ বেঙ্গল) সুপ্রতিম সরকার বসিরহাট, বারুইপুর,কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁ, জঙ্গিপুর, মুর্শিদবাদ, বারাসত, হাওড়া, সুন্দরবন এবং ডায়মন্ড হারবারের পুলিশ জেলার সুপারদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।