🅰 লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। বাংলায় লোকসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম চর্চিত কেন্দ্র হল পূর্ব মেদিনীপুরের তমলুক। কারণ এই কেন্দ্র থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, তাঁর বিপক্ষে রয়েছেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। ফলে স্বাভাবিকভাবে এই কেন্দ্র ঘিরে জোর চর্চা রয়েছে সব মহলেই। তবে লোকসভার আগেই তমলুকে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের পদুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ব্যাপকভাবে জয়ী হল বিজেপি। ফলে স্বাভাবিকভাবেই এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ ✤পূর্ব মেদিনীপুরে ১০৪ বছরের পুরনো সমবায় সমিতির ভোটে ধরাশায়ী TMC, জয়ী হল BJP
⛄এই সমবায় সমিতিতে মোট ১২টি আসন রয়েছে। এই আসনগুলিতে তৃণমূল, বিজেপি এবং সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করেছে। সে ক্ষেত্রে সমবায় সমিতির মোট ভোটার সংখ্যা হল ৫৪৫টি। এই সমবায় সমিতির অধীনে রয়েছে পদুমপুর, ঘোড়াঠাকুরিয়া, ধূর্পা, রাজগোদা এবং পোলন্দা এই ৫টি গ্রাম। তবে ফল প্রকাশ হতেই দেখা যায় সেখানে ব্যাপকভাবে জয় লাভ করেছে বিজেপি। ১২টির মধ্যে ৮টি আসনে জয়ী হয়েছে পদ্ম শিবির। অন্যদিকে, তৃণমূল জয়ী হয়েছে মাত্র ৪টি আসনে। এই অবস্থায় লোকসভা নির্বাচনের আগে সমবায়ের ভোটে বিজেপির জয়ে স্বাভাবিকভাবেই দলের কর্মী সমর্থকদের বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
🍸যদিও জেলা পরিষদের সভাপতি তথা তৃণমূল নেতা উত্তম বারিক এই নির্বাচনের সঙ্গে লোকসভার সম্পর্ক নেই বলেই জানিয়েছেন। তবে তিনি জানান, এটা হওয়া বাঞ্ছনীয় নয়। কোনও সমস্যা আছে কি না তা খতিয়ে দেখতে হবে। তবে এই নির্বাচনের সঙ্গে লোকসভার সম্পর্ক না থাকলেও এটিকে নির্বাচনের মতোই দেখা উচিত বলে তিনি মন্তব্য করেন।
ꦬঅন্যদিকে, এই জয়ের পরে স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে বিজেপি নেতাদের মুখে। এ বিষয়ে বিজেপির এক রাজ্য নেতৃত্ব বলেন, তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে অরাজকতা তৈরি করেছে। সন্দেশখালি ঘটনা জন্য মানুষ তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সেই কারণে বিজেপি জয়ী হয়েছে। একই সঙ্গে বিজেপি নেতৃত্বের দাবি, এই আসন থেকে তাদের প্রার্থী ৩ লক্ষ ভোটে জয়ী হবেন।