🦹 নার্সকে দিয়ে সন্তান প্রসব করানোর অভিযোগ উঠল রাজ্যের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে। আর তারপরেই মৃত্যু হল সদ্যোজাতর। এই অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান রোগী পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, শিশুর শারীরিক অবস্থা ভালো ছিল না। জন্মের আগে থেকেই শিশুর হৃদযন্ত্রে সমস্যা ছিল। শিশু ভূমিষ্ঠ হওয়ার পরেই তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ✤আবার এক শিশুর মৃত্যু বিসি রায় হাসপাতালে, আতঙ্কের নাম অ্যাডিনোভাইরাস
♕ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার প্রসব যন্ত্রণা নিয়ে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন নন্দিতা মান্না। তিনি পাঁশকুড়া ব্লকের অর্ন্তগত চৈতন্যপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নরভেদীচক এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাত ৮টার সময় তিনি সন্তানের জন্ম দেন। নন্দিতা মান্নার স্বামীর অভিযোগ, ডেলিভারির সময় কোনও চিকিৎসক ছিলেন না। ফলে নার্সরা ওই শিশুর প্রসব করান। তবে জন্মের ঘণ্টা খানেকের মধ্যেই মৃত্যু হয় সদ্যোজাতর। পরিবারের অভিযোগ, নার্স দিয়ে ডেলিভারি করানোর ফলে সদ্যোজাতর মৃত্যু হয়েছে। যদিও সেই অভিযোগ মানতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, মহিলার শারীরিক অবস্থা ভালো ছিল না। তাছাড়া, শিশুটির শারীরিক অবস্থাও ভালো ছিল না। পরিবারকে সেকথা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। জন্মের পর থেকে শিশুর হার্টবিট স্বাভাবিকের থেকে অনেক কম ছিল। ফলে শিশুকে বাঁচানো সম্ভব হয়নি।