বিএড কলেজে টাকার বিনিময়ে পরীক্ষায় টুকতে দেওয়ার অভিযোগ উঠল। এই অভিযোগ উঠেছে নদিয়ার চাপড়ার একটি বিএড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। আরও অভিযোগ, যারা পরীক্ষায় নকল করতে অস্বীকার করেছিল তাদের কাছ থেকেও জোর করে টাকা নেওয়া হয়েছে। এ💦মনকী তাদের দেরিতে প্রশ্নপত্র দেওয়া হয়েছে বলেও গুরুতর অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে দুর্নীতিতে তোলপাড় রাজ্য রাজনীতি। বিএড কলেজগুলিতেও অনুমোদন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। তার মধ্যে এই অভিযোগ সামনে আসায় শোরগোল পড়ে গিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল,ꩵ যে বিএড কলেজের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে সেই কলেজটি চাপড়ার এক তৃণমূল নেতার ভাইয়ের। স্বাভাবিকভাবেই এনিয়ে অস্বস্তিতে পড়েছে তৃণমূল।
জানღা গিয়েছে, চাপড়ার গোখরাপোতা বিএড কলেজে ধুবুলিয়ার কবি নজরুল ইসলাম বিএড কলেজের সিট পড়েছিল। ওই বিএড কলেজের ১০০ জন পরীক্ষার্থী চাপড়া কেন্দ্রের গোখরাপোতা বিএড কলেজে পরীক্ষা দিয়েছিল। সেখানে চলছে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। পড়ুয়াদের অভিযোগ, পরীক্ষা কেন্দ্রে কলেজের তরফে জানানো হয় ১০০০ টাকা ঘুষ দিলে টোকাটুকির সুবিধা দেওয়া হবে। পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা শুরু হওয়ার আগে কলেজ থেকে কয়েকজন এসে জানতে চায় কারা কারা টাকা দেয়নি। তার মধ্যে অনেকেই টাকা দিয়ে টুকতে অস্বীকার করে। কিন্তু, কলেজের পক্ষ থেকে জোর করে ৬০০-৭০০ টাকা করে নেওয়া হয়েছে। কবি নজরুল ইসলাম বিএড কলেজের পরিচালন কমিটির তরফে অভিযোগ জানানো হয়েছে, প্রশ্๊নপত্র দেওয়া হয়েছে দেড় ঘণ্টা পরে। যারা টাকা দিতে চায়নি তাদের ক্ষেত্রে দেরি করা হয়েছে। সমস্ত পরীক্ষার্থী মোবাইল দেখে পরীক্ষা দিয়েছে তার প্রমাণ রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গোটা বিষয়টা জানানো হয়েছে। প্রয়োজন হলে প্রমাণ পেশ করা হবে।