পশ্চিমমেদিনীপুরের কেশপুর ব্লকের আগর বুথের তৃণমূল সভাপতি আনন্দ রায়কে অপহরণের অভিযোগ। পরিবারের দাবি, গত ৪ঠা এপ্রিল তিনি আত্মীয়র বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকেই আর খোঁজ নেই ওই দাপুটে তৃণমূল নেতার। এখানেই প্রশ্ন গেলেন কোথায় তিনি? আনন্দপুর থানায় এনিয়ে অভিযোগও দায়ের করেছে পরিবার। পরিবারের দাবি, গত ৪ঠা এপ্রিল এলাকায় একটি সাংগঠনিক বৈঠক ছিল। সেই বৈঠকে অন্যান্য বুথ সভাপতির উপস্থিত থাকলেও আনন্দ রায় ছিলেন না। এদিকে তারপর থেকেই আর খোঁজ মিলছে না আনন্দ রায়ের। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় এনিয়ে খোঁজাখুঁজি শুরু হয়েছে। পুলিশও এনিয়ে তদন্তে নেমেছে। আনন্দ রায়ের ছেলে রত্নদীপ রায় বলেন, 'পিসিমণির বাড়ি যাবে বলে বেরিয়েছিল। এদিকে সাতটা বেজে যাওয়ার পরেও বাবা ফিরে আসেনি। এরপর বাবাকে ফোন করি। তখন বাবাকে ফোনে পাওয়া যায়নি। এরপর পিসিকে ফোন করি। কিন্তু পিসি জানিয়েছিল, বাবা সেখানে যায়নি। এরপরই দুশ্চিন্তা বাড়তে থাকে। এরপর পার্টির লোকজনকে ফোন করি। এদিকে এরপর সকালে জানতে পারি আনন্দপুরে একটি দোকানের সামনে বাইক আর হেলমেটটা রয়েছে। কিন্তু চাবিটা নেই। আমাদের ধারণা বাবাকে অপহরণ করা হয়েছে। পুলিশের কাছে এনিয়ে জানিয়েছি।'