Arabul Islam: ‘পুলিশ না থাকলে ISF কর্মীদের পিঠের চামড়া থাকত না’, মন্তব্য আরাবুলের
1 মিনিটে পড়ুন Updated: 29 May 2023, 05:28 PM ISTরবিবার ভোগালী দুই নম্বর অঞ্চল তৃণমূলের কর্মী সম্মেলনে যোগ দেন আরাবুল ইসলাম। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ‘পুলিশ যদি না থাকতো তাহলে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে ঢুকতে পারতেন না। নওশাদ সিদ্দিকীর কর্মীদের পিঠের চামড়া থাকত না।’
মন্তব্য করেন। তিনি বলেন, ‘পুলিশ যদি না থাকতো তাহলে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে ঢুকতে পারতেন না। নওশাদ সিদ্দিকীর কর্মীদের পিঠের চামড়া থাকতো না।’ তিনি আরও বলেন, ‘সরকার পক্ষের লোকেরা সুযোগ পায় না। তাদের লড়াই করতে হয়। সেই সুযোগ পায় বিরোধীরা। আমি যখন বিরোধী দলে ছিলাﷺম তখন পুলিশ আমাকে পাহারা দিয়ে নিয়ে যেত। মিটিং করার সুযোগ করে দিত। তাই পুলিশ যদি না থাকতো আইএসএফ ♕কর্মীদের পিঠের চামড়া থাকত না।’ এদিন কর্মী সম্মেলনে ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা। এছাড়াও ছিলেন তৃণমূলের অন্যান্য নেতৃত্ব।