মা-মাটি-মানুষের তৃণমূল কংগ্রেসকে নবববর্ষের ‘উপহার’ দিলেন আমজনতা। আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ের পর এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বꦜন্দ্যোপাধ্যায়।
শনিবার রাজ্যের দুটি কেন্দ্রের উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় কার্যত নিশ্চিত হতেই মমতা টুইট করেন। তিনি বলেন, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের পক্ষে জনমত দেওয়ার জন্য আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভওা কেন্দ্রের ভোটারদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমাদের মা-মাটি-মানুষ সংগঠনের প্রতি আমাদের মানুষের নববর্ষের উপহার হিসেবে বিবেচনা করছি। আবারও আমাদের উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ।’
আপাতত আসানসোলে প্রায় দু'লাখের বেশি ভোটে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সাতটি বিধানসভায় পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। নিজের বিধানসভা কেন্দ্র থেকেও পিছিয়ে আছেন। আপাতত যা ট্রেন্ড, তাতে এই প্রথমবার আসানসোল লোকসভা কেন্দ্রে জোড়াফুল ফুটবে। অন্যদিকে, বালিগঞ্জে ২০,🅘০৩৮ ভোটে জিতে গিয়েছেন আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল। ভোটব্যাঙ্কে ধস নামলেও বালিগঞ্জে ফুটেছে ঘাসফুল। জয়ের মধ্যে সেটাই উদ্বেগের কাঁটা হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের কাছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ‘নো ভোট টু বাবুল’ প্রচার প্রভাব ফেলেছে। আসানসোলে হিংসার সময় বাবুলের ভূমিকা নিয়ে যে প্রচার করা হয়েছিল, তাতে সম্ভবত সংখ্যালঘু ভোট তৃণমূলের থেকে সরে গিয়েছে। তাতে বামেদের ঝুলি ফুলেফেঁপে উঠেছে।
(আসানসোল ও বালিগঞ্জ উপ-নির্বাচনের লাইভ আপডেট দেখুন🌄 এখানে)