ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে। সেই কর্মসূচি বাংলার উপর দিয়ে যাবে। তাই এখন থেকেই এই রাজ্যের কংগ্রেস কর্মী–সমর্থকরা প্রচারে নেমে পড়েছেন। আর এই কর্মসূচির সমর্থনে নৈহাটিতে ছাত্র পরিষদ পথসভার আয়োজন করে। আজ, রবিবার সেই পথসভায় গিয়ে হুমকি এবং অশালীন ভাষা প্রয়োগের অভিযোগ উঠেছে স্থানীয় পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দু⭕স্তান টাইমস বাংলা ডিজিটাল। তবে বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে জেলার পথ–ঘাটে।
এদিকে নৈহাটিতে ছাত্র পরিষদের পথসভায় এসে মেজাজ হারান পুরপ্রধান। অভিযোগ, এখানে এসে হঠাৎই মেজাজ হারিয়ে চিৎকার জুড়ে দেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। ঘটনাটি এমন কেন ঘটল? তা জানতে স্থানীয় মানুষজন উৎসাহী হয়ে ওঠেন। পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের অবশ্য দাবি, সভা থেকে তৃণমূলকে মীরজাফর বলে আক্রমণ করা হয়। আ🌄র তার জন্যই প্রতিবাদ করে ওঠেন পুরপ্রধান। ওই মীরজাফর শব্দ ব্যবহার করার জন্য প্রবল আপত্তি তোলেন নৈহাটি পুরসভার পুরপ্রধান। ছাত্র পরিষদের অভিযোগ, পুরপ্রধান রীতিমতো হুমকি এবং অশালীন ভাষা ব্যবহার করেছেন।
অন্যদিকে এই ঘটনা এখানেই থেমে যায়নি। কারণ বিষয়টি নিয়ে বিস্ফোরক দাবি করেন ক🅠ৌস্তভ বাগচী। কংগ্রেস নেতা তথা আইনজীবী তিনি। এই ঘটনা নিয়ে নৈহাটি থানায় ডেপুটেশন দিয়েছেন ছাত্র পরিষদের সদস্যরা। আর কৌস্তভ বাগচী বলেন, ‘নৈহাটিতে ছাত্র পরিষদের ডাকে একটি পথসভা ছিল। ভারত জোড়ো ন্যায় যাত্রার সমর্থনে ছাত্র পরিষদের সদস্যরা সভা করছিলেন। তখনই নৈহাটির চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় সেখানে চড়াও হন এবং ছাত্র পরিষদের ছেলেদের হুমকি দেন ও মারধ🦂র করেন। আমি সেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং দোষীদের গ্রেফতারির দাবি জানাচ্ছি।’
আরও পড়ুন: জাতীয় স্বাস্থ্য মিশনের টা🙈কা আটকে রেখেছে কেন্দ্র, অ্যাম্বুলেন্সের অভাবে প্রসূতির মৃত্যু বাড়ছে
আর কী জানা যাচ্ছে? লোকসভা নির্বাচনের প্রাক্কালে শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। বিজেপিকে রুখতে ইন্ডিয়া জোট করে লড়াইয়ের পথে এগিয়েছে কংগ্রেস, তৃণমূল–সহ তামাম বিরোধীরা। তবে এখনও কংগ্রেস–তৃণমূলের মধ্যে আসন সমঝোতা এবং জোট হয়নি। এই আবহে অধীররঞ্জন চৌধুরী বꦺহরমপুরে কোনও ফ্যাক্টর নয় বলে মন্তব্য করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কাউকে পরোয়া করি না একাই লড়ব বলে হুঙ্কার ছেড়েছেন অধীর। তার মধ্যেই নৈহাটিতে ঘটে গেল এমন অপ্রীতিকর ঘটনা।