কলকাতার পর এবার হুক্কা বার নিয়ে কড়াকড়ি করল বিধাননগর পুরসভা এবং পুলিশ। বিধান নগর এলাকায় হুক্কা বার বন্ধ করার জন্য পুলিশকে চিঠি দিয়েছে পুরসভার মেয়র এবং চেয়ারম্যান উল্লেখ করেছেন কোথায় কোথায় হুক্কা বার রয়েছে সেগুলি খুঁজে বের করে বন্ধ করতে হবে। কিছুদিন আগেই হুক্কা বার বন্ধের কথা জানিয়েছিলেন কলকাতা পুরস♛ভার মেয়র ফিরহাদ হাকিম। আর এবার হুক্কা বার নিয়ে কড়া পদক্ষেপ করল বিধাননগর পুরসভা।
এলাকার সিটি সেন্টার, সল্টলেকের বিভ🌊িন্ন আবাসিক ব্লকে অনেক ক্যাফেটারিয়া গড়ে উঠেছে। সেগুলিতেও চলে হুক্কা বার। এছাড়া আরও কোথায় কোথায় হুক্কা বার রয়েছে তা খুঁজে বার করতে বলা হয়েছে। বিধাননগর কমিশনারেটের কমিশনার গৌরব শর্মা জানিয়েছেন, ‘কোথায় কোথায় হুক্কা বার রয়েছে তা খুঁজে বের করার জন্য থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যবসা বন্ধ করতে হবে। পুলিশে🐟র নির💛্দেশ না মানলে কড়া পদক্ষেপ করা হবে।’
বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত জানান, 'এনিয়ে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। পুলিশ প্রতিশ্রুতি দিয়েছে, অবিলম্বে হুক্কা বারগুলির বিরুদ্ধে অভিযান𝓀 চালাবে। তবে, পুরসভাকেও এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’ বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী দাবি করেছেন, ‘পুরসভা হুকা ব্যবসার লাইসেন্স দেয় না। রবিবার আমি পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছি।’ উল্লেখ্য, কলকাতার সব হুক্কা বার বন্ধ করাജর সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তারপরেও শহরের বিভিন্ন জায়গায় চলছে বেআইনি হুক্কা বার। এই প্রেক্ষাপটে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশ। বেআইনি হুক্কা বার চালানোর অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।