খোদ বিধায়কই অভিযোগ করছেন তাঁকে একবার নয়, দুদুবার ভ্যাকসিন সেন্টার থেকে ফেরৎ পাঠানো হয়েছে। কারণ তিনি বিজেপির টিকিটে জয়ী হয়েছেন। বিস্ফোরক অভিযোগ করেছেন মাদারিহাটের বিজে♍পি বিধায়ক মনোজ টিগ্গা। দল সূত্রে খবর, শনিবার জলপাইগুড়িতে বিজেপির স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির ছিল। সেখানে বক্তব্য রাখেন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। সেখানে একেবারে চাঁচাছোলাভাবে ভ্যাকসিনেসন প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করেন মনোজ টিগ্গা। তিনি বলেন, ‘আমাকে দুবার ভ্যাকসিন সেন্টার থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছি। আমার অপরাধ আমি বিজেপি বিধায়ক। এর থেকেই বোঝা যায় বি𝓰জেপি সমর্থক বা যাঁরা সাধারণ মানুষ তাঁদের ভ্যাকসিন পেতে কী সমস্যা হচ্ছে।’
সাধারণ কর্মীদের কাছে তিনি জানিয়েছেন, ‘সাধারণ মা🎃নুষ খুব বেশি কিছু আশা করেন না। তাদের বিপদে যারা পাশে থাকেন তাদেরকেই সমর্থন করেন। লক্ষ, লক্ষ টাকা দিয়ে সাহায্য করার চেয়ে এক বোতল রক্ত বা একটি ত্রিপল দিয়ে সহায়তা করলেই মানুষ মনে রাখেন। তার প্রভাব ভোটবাক্সে পড়ে।’ জানিয়েছেন ব♔িজেপি বিধায়ক। দল সূত্রে খবর এবার মূলত ভ্যাকসিন সংক্রান্ত সমস্য়া, এক্ষেত্রে রাজ্য সরকারের কোন গাফিলতি রয়েছে, কেন সাধারণ মানুষের ভ্যাকসিন পেতে এত হয়রানি হচ্ছে এসব বিষয়কে সামনে রেখে বিজেপি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে চাইছে। সেই উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় শিবিরও হচ্ছে।