বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে বলেছিলেন, 'অবকি বার, ২০০ পার'। তবে ২০০ আসনের সেই লক্ষ্যমাত্রার ধারের কাছেও যেতে পারেনি বিজেপি। এমনকী ১০০ আসনও পার করতে পারেনি বিজেপি। গেরুয়া শিবিরের এই ভরাডুবির কারণ হিসেবে অনেকেই সংখ্যালঘু ভোটকে দেখেছেন। অনেক বিশ্লেষকেরই মত, বিজেপি ভেবেছিল বাম-কংগ্রেস সংখ্যালঘু ভোটে ভাগ বসাবে এবং তৃণমূলকে সেই সমীকরণেই পিছনে ফেলবে তারা। তবে শেষ পর্যন্ত দেখা গেল, বাম-কংগ্রেস শূন্য। বিজেপি আটকে যায় ৮০-র আগেই। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমে এই ভরাডুবির কারণ তুলে ধরলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপধ্যায়কে হারানো বিজেপি নেতা দাবি করেন, এনআরসি নিয়ে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছে তৃণমূল। আর তাই 'ভয়' থেকে সংখ্যালঘুরা সংঘবদ্ধ ভাবে ঘাসফুল শিবিরকে ভোট দিয়েছে। (আরও পড়ুন: নবান্নর শাস্তির তোয়াক্কা নাཧ করে আজ থেকে দিল্লিতে কর্মসূচি শুরু DA আন্দোলনকারীদের)
শুভেন্দু অধিকারী বীরভূমের মুরারইয়ে জনসভা থেকে রবিবার বলেন, 'সংখ্যালঘুদের পরিষ্কার বলব, ২০২১ সালে আপনাদের ভুল বোঝানো হয়েছিল। নইলে এখানে বিজেপি আসত। সংখ্যালঘুদের বলা হয়েছিল, বিজেপি এলে এনআরসি হবে। তাড়িয়ে দেওয়া হবে বাংলা থেকে। আপনারা বলুন, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ কত জন সংখ্যালঘুকেꦍ তাড়িয়েছেন? ২৭ বছর গুজরাটে রয়েছে বিজেপি। অসমে আমাদের সরকার রয়েছে। কত জন সংখ্যালঘুকে তাড🦋়ানো হয়েছে? এই দেশের মাটিতে জন্মেছেন যাঁরা, এই মাটিকে নিজের ভাবেন যাঁরা, এখানেই যাঁদের সব, তাঁদের সঙ্গে কোনও বিরোধ ছিল না আমাদের, আজও নেই।'
আরও পড়ুন: সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বাংলার ৬ জেলায়, 🙈বেলা গড꧑়ালে বাড়বে রোদের তেজ
এরপর কেন্দ্রের বিজেপি সরকඣারের গুণগান গেয়ে শুভেন্দু বলেন, 'আমি শুধু সংখ্যালঘু বন্ধুদের বলছি না, সবাইকে বলছি। আপনারা মাথাপিছু পাঁচ কেজি করে চাল আর গম পান। পরিবারে আট জন সদস্য থাকলে মাসে ৪০ কেজি করে গম বা আটা পাচ্ছেন। কে দিয়েছে এটা? এটা পিসিমণি নয়, ভারতের প্রধানমন্ত্রী দিয়েছেন। রেশন নেওয়ার সময় শুধু হিন্দুরা পান, আর আপনারা পান না, এমনটা হয় কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আপনাদের আনিস খানকে ছাদ থেকে ফেলে মেরে দিয়েছে। আপনারা সকলে কোভিডের টিকা বিনা পয়সায় পেয়েছেন। চিনে হাসপাতাল ভরতি। আমেরিকা এখনও টিকাকরণ সম্পূর্ণ করতে পারেনি। আর আমাদের দেশে কি টিকা দেওয়ার সময় হিন্দু না মুসলিম, তা দেখে বেছে দেওয়া হয়েছিল?'