গত ১৩ই জানুয়ারি, গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস জলপাইগুড়ির ময়নাগুড়ির কাছে উলটে যায়। একটির উপর একটি কামরা উঠে পড়েছিল। মৃত্য়ু হয়েছিল ৯ রেলযাত্রীর। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হয়েছিল এনিয়ে ধোঁয়াশা দানা বাঁধে। তবে এবার ময়নাগুড়ির রেল দুর্ঘটনা থেকে কার্যত শিক্ষা নিল রেল। বিমানের মতোই ট্রেনেও ব্ল্যাক বক্স বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কোনও দুর্ঘটনা হলে এই যন্ত্রের মাধ্যমে তার কারণ জানা যাবে। এই যন্ত্রের নাম দেওয়া হয়েছে ক্রু ভয়েস অ্যান্ড ভিডিয়ো সিস্টেম। ঠিক কী কাজ করবে এই ব্যবস্থাটি? এই যন্ত্রে লোকো পাইলট, গার্ড, স্টেশন মাস্টার সহ সকলের কথোপকথন রেকর্ড হবে। ভিডিয়ো রেকর্ডিংও হবে। এক্ষেত্রে ট্রেনটি দুর্ঘটনায় পড়ার আগে বা সেই সময় ঠিক কী হয়েছিল সবটা জানা যাবে ওই রেকর্ডিংয়ের মাধ্যমে।আপাতত ১৩টি ট্রেনে এই ব্যবস্থা সংযুক্ত থাকবে। পরবর্তী সময়ে লোকাল ট্রেনেও এই ধরণের যন্ত্র বসানো হতে পারে। ইতিমধ্যেই আসানসোল ডিভিশনের ৬টি ইঞ্জিন ও হাওড়া ডিভিশনের একটিতে এই ধরনের যন্ত্র বসানো হয়েছে। মূলত দুর্ঘটনা হওয়ার পর তার কারণ খুঁজতে হিমসিম খেতে হয় রেলকর্তৃপক্ষকে। তবে এবার সংশ্লিষ্ট ট্রেনে এই যন্ত্র বসানো থাকলে দুর্ঘটনার সময়ের পরিস্থিতি জানা আরও সহজ হবে।