পূর্ব বর্ধমানের ভাতারে শ্বশুরবাড়ি থেকে꧂ উদ্ধার হল জামাইয়ের ঝুলন্ত দেহ। নিহতের নাম রাজেন ঘোষ (২৪)। শ্বশুরবাড়ির ৫ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার।
পরিবারের তরফে জানা গিয়েছে, পালার গ্রামের বাসিন্দা রাজেনের বছরখানেক আগে নরজা গ্রামের রিমা ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল। মহালয়ার দিন স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়ি যান তিনি। বৃহস্পতিবার রাজেনের পরিবারের সদস্যদের ফোন করে এক পরিচিত সিভিক ভলান্টিয়ার জানান তিনি গলায় ফাঁস দিয়ে আ💝ত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন। অসুস্থ অবস্থায় ভাতার ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে রাজেনের পরিবারের সদস্যরা দেখেন, ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।
নিহতের দাদা সুমন ঘোষ জানান, আমার 🐈ভাইকে পরিকল্পনা করে মেরে ফেলা হয়েছে।ভা🍸তার থানায় ৫ জনের নামে আমরা লিখিত অভিযোগ করেছি। অবিলম্বে দোষীদের শাস্তি চাই।
CBIএর চার্জশিট পেশের দিনই আসানসোল জেলের ভিতরে সায়গল হোসেনকে গ্রেফতার করল ED
নিহতের বাবা জানিয়েছেন, বিয়ের পর থেকে বউমা বেশিরভাগ বাপের বাড়িতেই থাকত। ছেলেকেও সঙ্গে করে নিয়ে যেত। মহালয়ার দিন ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যায় বউমা। ছেলে মাঝে মাঝে এসে🦩 দেখা করে যেত। নবমীতে ছেলে শেষবার বাড়ি এসেছিল। সপ্তমীর দিন বউমা বাড়ি এসে সব গয়না শাড়ি নিয়ে যায়। আমাদের জানায়, পুজোয় পরবে। গতকাল আমাকে এক পরিচিত সিভিক ভলান্টিয়ার ফোন করে বল🥀ে, হাসপাতালে এসো। গিয়ে দেখি, ছেলে স্ট্রেচারে স্বাভাবিকভাবে শোয়ানো। চিকিৎসক আমাকে বলেন, ওকে মৃত অবস্থায় আনা হয়েছে। নিহতের বাবার দাবি, ছেলের দেহে গলায় ফাঁস দেওয়ার কোনও লক্ষণ দেখতে পাইনি। সম্ভবত খুন করে কোনও কিছু দিয়ে চেপে ধরে গলায় দাগ করা হয়েছে।