এবার হাওড়ার টিকিয়াপাড়া কারশেডের কাছে রেললাইনের ধারে বোমাতঙ্ক দেখা দিল। তার জেরে অফিস টাইমে কিছুক্🐻ষণ ট্রেন পরিষেবা ব্যাহত হয়। এই ঘটনায় তদন্ত শুরু করে দেখা হয়। সব খতিয়ে দেখে তেমন কিছু পাওয়া যায়নি। এই কারণে বেশ কিছুক্ষণ দূরপাল্লা ও লোকাল ট্রেন টিকিয়াপাড়া কারশেডের কাছে দাঁড়িয়ে থাকে। নিত্যযাত্রীরা ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে যেতে শুরু করেন।
ঠিক কী জানাচ্ছে রেল কর্তৃপক্ষ? এই ঘটনা নিয়൲ে দক্ষিণ–পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী বলেন, ‘টিকিয়াপাড়া কারশেডের কাছে রেললাইনের ধারে বোমের মতো সুতলি দড়ি বাঁধা কিছু পাওয়া যায়। বোমা পড়ে আছে সন্দেহ হয় আরপিএফ আধিকারিকদের। তাঁরা উচ্চতর কর্তৃপক্ষের কাছে জানান। ফলে টিকিয়াপাড়া কারশেডের কাছে সমস্ত দক্ষিণ–পূর্ব রেলের ট্রেন পরিষেবা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়।ꩲ তদন্ত শুরু হয়। কিছু পাওয়া যায়নি।’
ঠিক কী করলেন নিত্যযাত্রীরা? এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ দূরপাল্লা ও লোকাল ট্রেন টিকিয়াপাড়া কারꩲশেডের কাছে দাঁড়িয়ে থাকে। এই পরিস্থিতিতে যাত্রীরা ট্রেন থেকে নেমে হেঁটে হাওড়া স্টেশনের দিকে যা🎃ত্রা শুরু করেন। যাত্রীদের অনেকেই ঘাবড়ে গিয়ে ট্রেন থেকে নেমে পড়ে🉐ন। তবে দীর্ঘক্ষণ ট্রেন এভাবে দাঁড়িয়ে থাকায় অফিসযাত্রীরা ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে শুরু করেন। ঘটনাস্থলে আসেন রেলের উচ্ꦇচপদস্থ অপিসাররা।