পঞ্চায়েতে কোনও দুর্নীতিপরায়ণ মানুষকে টিকিট দেবে না তৃণমূল। শুক্রবার দলের বিজয়া সম্মিলনী থেকে এমনই ঘোষণা করলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। সঙ্গে উপস্থিত জনতাকে তাঁর আহ্বান, দলের কেউ ভুল করে থাকলে আপনারা যেন ভুল করবেন না।এদিন বিশ্বজিৎবাবু বলেন, ‘কিছু কিছু জনপ্রতিনিধিদের ওপর আপনাদের অভিমান থাকতে পারে। আমি করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কেউ কোনও ভুল করে থাকে সেজন্য আপনারা ভুল করবেন না। আপনারা ঠিক করে দেবেন, আগামী দিনে পঞ্চায়েতে কাদের প্রার্থী করা হবে। কোনও দুর্নীতিপরায়ণ মানুষের জায়গা তৃণমূল কংগ্রেসে হবে না’।এই নিয়ে জেলার বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, ‘দুর্নীতিতে তো ডুবে রয়েছে পুরো দলটাই। কম্বল থেকে পশম বাছতে গেলে তো কম্বলটাই থাকবে না। তৃণমূল দলটাই দুর্নীতিগ্রস্ত। এটা সবাই জানেন’।সিপিএমের দাবি, তৃণমূল তো বটেই বিশ্বজিৎবাবুর মুখেও দুর্নীতির প্রতিবাদ মানায় না। বিজেপি প্রার্থী হিসাবে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে তৃণমূলে যোগদান কি দুর্নীতি নয়? একদিকে উনি বিজেপি বিধায়ক আরেকদিকে তৃণমূলের জেলা সভাপতি। উনি আবার কী বলবেন দুর্নীতির কথা?