পূর্ব বর্ধমানের ভাতারের মুরাতিপুরে নয়ানজুলিতে উলটে গেল যাত্রীবোঝাই বাস। ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশকর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপতালে পাঠান। কী ভাবে বাসটি নয়ানজুলিতে নামল জানতে তদন্ত চলছে।স্থানীয়রা জানিয়েছেন, গুসকরা থেকে বলগোনা যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি। বাসে কম বেশি ৩৫ জন যাত্রী ছিলেন। মুরাতিপুর ঢোকার আগে ফাঁকা মাঠের মাঝখানে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে নেমে পড়ে বাস। নয়ানজুলিতে বেশি জল না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে বাসের ২০ জন যাত্রী কম বেশি আহত হন।খবর পেয়ে সেখানে ছুটে আসেন স্থানীয় গ্রামবাসীরা। তাঁরাই উদ্ধারকাজ শুরু করেন। কিছুক্ষণ পর সেখানে পৌঁছয় ভাতার থানার পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী। এর পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠায় পুলিশ।তবে বাসটি কী ভাবে দুর্ঘটনাগ্রস্ত হল তা জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান রক্ষণাবেক্ষণের অভাব ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানোয় দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বাসটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাসের চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।