আজ, শনিবার বাংলার ৬টি বিধানসভা কেন্༺দ্রে উপনির্বাচনের ফলাফল প্রকাশ হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, শুরু থেকেই ৬টি কেন্দ্রে এগিয়ে রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এমনকী গত বিধানসভা নির্বাচনে যে মাদারিহাট থেকে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিল। সেই মাদারিহাটে দ্বিতীয় রাউন্ড গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন ৯ হাজার ৯৩৪ ভোটে। উপনির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেছিলেন, ফলাফল ৬–০ হবে। সেটা বিরোধীরা যেন মিলিয়ে নেয়। এখনও পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে সেই ভবিষ্যদ্বাণী মিলতে চলেছে।
এদিকে এই পরিস্থিতিতে ছয় বিধানসভা কেন্দ্রেই উচ্ছ্বাসে মেতে উঠেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থকরা। হাড়োয়া বিধানসভা কেন্দ্রে দেখা যাচ্ছে, বিজেপিকে টপকে 🃏দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইএসএফ। ইতিমধ্যেই সব বিধানসভাগুলিতে ভোট গণনা কেন্দ্রের বাইরে ভিড় বাড়ছে তৃণমূল কংগ্রেস কর্মী–🍷সমর্থকদের মধ্যে। তালডাংরায় এখনই শুরু হয়ে গিয়েছে বিজয়ের প্রস্তুতি। কারণ বাঁকুড়ার তালডাংরায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দ্বিতীয় রাউন্ড শেষে ৩ হাজার ৭০০ ভোটে এগিয়ে রয়েছেন। আর তৃতীয় রাউন্ড শেষে ৪ হাজারের বেশি ভোটে এগিয়ে।
আরও পড়ুন: সাতসকালেই পাতালপথে বিপাকে নিত্যযাত্রীরা, দমদম–কবি সুভাষে বিঘ্নিত মেট্রো পরিষেবা
অন্যদিকে মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা দ্বিতীয় রাউন্ড শেষে ৫ হাজার ৮৩৬ ভোটে এগিয়ে গিয়েছেন। নৈহাটিতে ষষ্ঠ রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী ২৯ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন। কোচবিহারের সিতাইয়ে তৃতীয় রাউন্ড শেষে প্রায় ৪০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। আর হাড়োয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম দ্বিতীয় রাউন্ড গণনা শেষে ২৩ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন। পোস্টাল ব্যালট থেকে শুরু করে ইভিএম গণনা পর্যন্ত দাপট দেখা যাচ্ছে ꦕঘাসফুলের।