আনিস খান হত্যায় সিবিআই তদন্ত দাবি করল গ্রেফতার হোমগার্ড কাশীনাথ বেরার পরিবার। বুধবার দুপুরে গ্রেফতারির খবর প্রকাশ্যে আসার পর এই দাবি জানান কাশীনাথবাবুর স্ত্রী। বুধবার দুপুরে আনিস হত্যায় ১ পুলিশকর্মী ও ১ সিভিক ভলান্টিয়ারের গ্রেফতারির খবর জানান রাজ্য পুলিশের ডিজি।এদিন সংবাদমাধ্যকে কাশীনাথবাবুর স্ত্রী বলেন, ‘উঁচু তলার নির্দেশ না থাকলে কোনও হোমগার্ড কোনও অভিযানে যেতে পারেন না। আর গেলেও তো উনি একা যাননি। সঙ্গে অনেকে ছিল। তাদের গ্রেফতার করা হল না কেন? আমি এই ঘটনায় সিবিআই তদন্ত চাই। আমি চাই যে সত্যিটা সামনে আসুক।’কাশীনাথ বেরার দাদা জানিয়েছেন, ‘এই ধরণের ঘটনায় নীচুতলার পুলিশকর্মীদের ওপরেই চাপ আসে। এক্ষেত্রেও তাই হচ্ছে। কারও নির্দেশ ছাড়া একজন হোমগার্ডের কাউকে ধরতে যাওয়ার এক্তিয়ার রয়েছে? এর পিছনে উর্ধতন কর্তৃপক্ষের হাত রয়েছে। আমরা নিরপেক্ষ তদন্ত চাই।’পরিবারের তরফে জানানো হয়েছে বুধবার সন্ধ্যা পর্যন্ত কাশীনাথবাবুর গ্রেফতারি নিয়ে পরিবারকে পুলিশের তরফে কিছু জানানো হয়নি। পুলিশের তরফে যোগাযোগের অপেক্ষায় রয়েছে পরিবার। শেষপর্যন্ত কোনও খবর না দেওয়া হলে নিজেরাই আধিকারিকদের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন কাশীনাথবাবুর স্ত্রী।