এবারের আইপিএলের নিলামে সৌদি আরবে বহু দলই অনেক আনক্যাপড প্লেয়ারের পরই অনেকটা টাকা খরচা করেছে। অবশ্য তাঁদের যোগ্যরা ঘরোয়া ক্রিকেটে দেখে নেওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। দুদিনের মেগা নিলামের দৌলতে বহু ক্রিকেটারই রাতারাতি বড়লোক হয়েছে গেছেন। কোনও কোনও ক্রিকেটার আবার൩ দল না পেয়ে অবসর ঘোষণাও করে দিয়েছেন।
আরও পড়ুন-তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্🐻যাবুশেন…
দিল্লি প্রিমিয়র লিগে দুরন্ত ব্যাটিং করা প্রিয়াংশ আর্যকে ৩.৮ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে পঞ্জাব কিংস দল। এছাড়াও হারনুর পান্নুস মুশির খানের মতো যুব ক্রিকেটারদেরও দলে নিয়েছে তাঁরা। এছাড়াও প্রবীণ দুবে, সূর্যংশ🎉 শেদগে এবং পাইলা অবিনাশকেও তাঁরা নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছে। এবার এই নিয়েই মুখ খুলল পঞ্জাব টিম ম্যানেজমেন্ট।
আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে পঞ্জাবের কোচ রিকি পন্টিং বলছেন, ‘আমরা ভারতের সেরার সেরা যুব ক্রিকেটারদের দলে নিয়েছি, যেটার জন্য আমরা বেশ উচ্চসিত। আমাদের দলের স্কাউটরা বেশ ভালো কাজ করেছে, অত্যন্ত পরিশ্রম করে তাঁরা চেষ্টা করেছে, যাদের আমরা নিলামে চাই, তাঁদের যেন নিলাম থেকে তুলে🍒 নেওয়া যায় দলে ’।
আরও পড়ুন-ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ!🧜 লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
রিকি পন্🙈টিং এবং পঞ্জাব কিংস দল এবারের আট জনের বিদেশি কোটার মধ্যে পাঁচজনই অস্ট্রেলিয়ানকে দলে নিয়েছে। রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, অ্যারন হার্ডি, জোস ইংলিস এবং জাভিয়ার বার্টলেট। এত অজি দলে নেওয়া নিয়ে যে সমলোচনা হবে তা ভালোই জানেন পন্টিং। তাই তিনি বলছেন, ‘আমাদের দলে বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান আছে, তাই হয়ত আমি কিছুটা সমালোচিত হব। আমরা হয়ত আট জনের মধ্যে পাঁচজন অজি নিয়েছি, তবে যদি স্লটগুলোর দিকে দেখি, তাহলে যেটা আমরা চাই সেটাই আমরা পেয়েছি ’।
পঞ্জাব কিংস দলের সব থেকে দাꦏমি ক্রিকেটার শ্রেয়স আইয়ার, যিনি ২৬.৭৫ কোটি টাকায় দলে এসেছেন। এছাড়াও আর্শদীপ সিং এবং যুজবেন্দ্র চাহালকে তাঁরা দলে নেয় ১৮ কোটি টাকা করে দিয়ে। এছাড়াও আফগান অলরাউন্ডার আজমাতুল্ল꧋াহ ওমারজাই, লকি ফারগুসনও তাঁদের দলে রয়েছে। ফলে দল তাঁদের মোটামুটি ব্যালেনসড।
পঞ্জাব দলের দায়িত্ব নেওয়া নতুন কোচ রিকি পন্টিং বলছেন, ‘মার্কাস স্টইনিস আর গ্লেন ম্যাক্সওয়েলকে দলে পাওয়া বড় ব্যাপার, কারণ ওরা আগে এখানে খেলেছ🍸ে। কিছু নতুন ক্রিকেটারও রয়েছে যেমন বার্তলেত, হার্ডি, জোস ইংলিস। যারা আইপিএলে প্রথমবার খেলতে আসবে, ফলে এটা তাঁদের এবং আমাদের দুজনের জন্যই বেশ উৎসাহের বিষয়’।