দুই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিবাদের জেরে মারামারি। জখম ৩ পরীক্ষার্থী। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের আনন্দ মডেল হাই স্কুলের বাইরে। অভিযুক্ত পড়ুয়াদের শাস্তির দাবি তুলে কোতোয়ালি থানায় দারস্থ হন জখম তিন পরীক্ষার্থীর অভিভাবক ও শিক্ষকরা।জলপাইগুড়ি আনন্দ মডেল হাই স্কুলে এ বছরের মাধ্যমিক পরীক্ষার সিট পরেছে জেলা স্কুল ও কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুলের। অভিযোগ, প্রথমদিন শৌচাগারে দুই স্কুলের পড়ুয়াদের মধ্যে বচসা হয়। শনিবার পরীক্ষার শেষ হতেই জেলা স্কুলের পড়ুয়াদের একাংশ স্কুলের বাইরে উত্তমেশ্বর হাই স্কুলের ছাত্রদের মারধর করে বলে অভিযোগ। এতে ওই স্কুলের ৩ ছাত্র জখম হয় বলে খবর। ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা মিলে কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছেন।থানায় উপস্থিত হন জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মুচাঁদ বাড়ৈও। তিনি বলেন, একটি সমস্যা হয়েছিল ছাত্রদের মধ্যে। বিষয়টি মিটিয়ে নেওয়া গিয়েছে। আগামীতে উভয় স্কুলের ছাত্ররা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সে বিষয়টি দেখা হবে। পাশাপাশি আমরাও সেখানে উপস্থিত থাকব।