পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে আরএসএস–এর বিরুদ্ধে সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আবার ꧂রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত বাংলা সফরে আসছেন। তাঁর উপর কড়া নজর রাখতে পুলিশকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আবার বলেন, ‘ভাগবত এলে তাঁকে যেন যথাযথ আপ্যায়ণও করা হয়।’
ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিভিন্ন থানার আইসিদের দাঁড় করিয়ে প্রশ্ন 🎃করেন। কোথায়, কী সমস্যা তা জানতে চান মমতা। তারপরই কেশিয়াড়ির আইসিকে দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘১৭–২০ তারিখ আরএসএস প্রধান আসছেন তো? কী করতে আসছেন? নজর রাখবেন যেন দাঙ্গাটাঙ্গা না করেন।’
তারপর কী বললেন মুখ্যমন্ত্রী? এদিনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একটু ফল–মিষ্টিও পাঠিয়ে দেবেন। যাতে মনে ♊না হয় আমরা অতিথিদের আপ্যায়ণ করি না। কিন্তু বেশি বাড়াবাড়ি ক🔯রতে যাবেন না।’ এভাবেই কার্যত কেশিয়াড়ির আইসি এবং জেলা পুলিশকে সতর্ক করে দিলেন মমতা। বোঝাতে চাইলেন, অর্জুন রামের পুনরাবৃত্তি যেন না হয়।
উল্লেখ্য, আগে থেকেই আরএসএস–এর প্রতি বীতশ্রদ্ধ মুখ্যমন্ত্রী। আগেও একাধিকবার তিনি বলেছেন, ‘আমি আগে জানতাম এরা মানুষের সেবা করে। পরে জানলাম, এরা মানুষে মানুষে ভাগাভাগি করে। আমি জানতাম না। কী ডেঞ্জা🐻রাস!’ পুলিশকে সতর্ক করতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর এমন রণংদেহী মূর্তি দেখে তখন পিন পড়ার নীরবতা তৈরি হয়।