ঝালদা পুরসভার বোর্ড গঠন করল কংগ্রেস। আর এই পুরসভার চেয়ারপার্সন হলেন শিলা চট্টোপাধ্যায়। আজ, সোমবার ৭–০ ভোটে জিতে ঝালদা পুরসভার বোর্ড দখল করল কংগℱ্রেস। কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ ঝালদা পুরসভার প্রধান নির্বাচন হয়। তবে ঝালদা পুরসভার ভোট নিয়ে জটিলতা জারি রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ভোটাভুটিতে কংগ্রেসের ঝুলিতে আসে ৭টি ভোট। এই নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।
কেমন করে বোর্ড গঠন করল কংগ্রেস? আজ, সোমবার ১২ আসন বিশিষ্ট ঝালদা পুরসভার ৬ﷺ জন কংগ্রেস কাউন্সিলর, ১ জন নির্দল কাউন্সিলর এꦰবং ৫ জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ঝালদা পুরসভায় যান। শীলা চট্টোপাধ্যায় নির্দল কাউন্সিলর হিসাবে থাকলেও তিনি কংগ্রেসকে সমর্থন করেন। এই পুরসভার চেয়ারম্যান হলেন ৩ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়। এই শীলার সমর্থন নিয়েই আগে বোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস। তিনিই এবার ৬ কংগ্রেস কাউন্সিলরের সমর্থনে হলেন পুরপ্রধান। যদিও তৃণমুল কংগ্রেসের কাউন্সিলররা ভোটদান থেকে বিরত থাকেন। এই পুরপ্রধান হওয়ার লোভে কংগ্রেসকে সমর্থন করার জন্যই আদালতে গিয়েছে তৃণমূল কংগ্রেস।
আর কী জানা যাচ্ছে? এখানে পাঁচটি তৃণমূল কংগ্রেস, পাঁচটি আসন কংগ্রেস পায়। দুই নির্দল প্রার্থীর সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস পুরবোর্ডের দখল করেছিল। তারপর 🌞চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস। কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলে সুরেশ আগরওয়াল চেয়ারম্যান পদ থেকে সরে যেতে হয়। আস্থাভোটে জয়ী হয় কং🔯গ্রেস। কিন্তু বোর্ড গঠন করতে পারেনি। কারণ সরকারের পক্ষ থেকে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়। তৃণমূল কংগ্রেসের 💛এক কাউন্সিলর জবা মাছুয়াকে প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়।