রাজ্য সরকারের লকডাউন নির্দেশ মেনে সোমবার বিকেল পাঁচটা থেকে আগামী শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে গণ পরিবহন ব্যবস্থা। তবে কয়েকটি ক্ষেত্রে চলবে সরকারি বাস, জরুরি প্রয়োজনে মিলবে অ্যাপ ক্যাব-ট্যাক্সিও। দেখে নিন কীভাবে লকডাউনের সময় জরুরি প্রয়োজন হলে কী কী গাড়ি পাবেন -
সোমবার 📖বিকেল পাঁচটা থেকে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি বাস, মিনিবাস, ভেসেল, ট্রাম, অটো, ট্যাক্সি-সহ সব গ👍ণ পরিবহন বন্ধ থাকবে। পরে পরিস্থিতি বিবেচনা করে সেই পরিষেবা চালু করা হতে পারে বলে সূত্রের খবর।
বিশেষ প্রয়োজনে অবশ্য বিমানবন্দর, গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড ও হাসপাতাল থেকে কিছু বাস চলবে। পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন নিগমে💛র এক কর্তা জানান, জরুরি পরিষেবায় নিযুক্ত যাঁরা, তাঁদের জন্য কয়েকটি বাস চালানো হবে। হাসপাতাল, আইটি সেক্টর অঞ্চলের জন্য নাইট মডেল অনুযায়ী বাস চালানো হতে পারে। জরুরি পরিষেবার জন্য সরকারি ডিপোগুলিতে বাস রাখা থাকবে।
স্বাস্থ্য-সহ অন্য পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত তাঁღরাﷺ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারবেন।