জমি নিয়ে বিবাদের জেরে তৃণমূলের ব্লক সভাপতির ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালাল এক 🎶দুষ্কৃতী। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল🧔ের পাথরপ্রতিমা ব্লকের সভাপতির মহিম মোল্লার ওপর হামলা চালায় এক দুষ্কৃতী। ছুরি দিয়ে ব্লক সভাপতিকে কোপায় সে। ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন মহিম সাহেব। তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন - দুর্নীতি করে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ছাড়তেই হব🥃ে: সুকান্ত
পড়তে থাকুন - মমতার ঔদ্ধত্যেই র🌃াজ্যে থমক𒁃ে বন্দর তৈরির কাজ: জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর
স্থানীয় তৃ꧑ণমূলকর্মীরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় ব্লক সভাপতি সভাপতি মহিম মোল্লা দক্ষিণ গঙ্গাধরপুরে সমবায় ব্যাঙ্কের ওপরের তলায় দল൲ীয় মিটিং করছিলেন। শৌচাগারে যাওয়ার জন্য তিনি বাইরে বেরোলে স্থানীয় এক দুষ্কৃতী তাঁর ওপরে ছুরি নিয়ে হামলা চালায়। বেপরোয়া কোপাতে থাকে মহিম সাহেবকে। চিৎকার চেচাঁমিতে দলীয় কর্মীরা ওপর থেকে নেমে এলে ওই দুষ্কৃতী দৌড়ে এলাকা ছাড়ে। এর পর পাশের একটি গ্রামে আশ্রয় নেয় সে। তবে কয়েক শতাধিক মানুষ তার পেছনে ধাওয়া করে ধরে ফেলে তাকে। এর পর ঢোলাহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আহত অব♎স্থায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয় মহিম মোল্লাকে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেন চিকিৎসকরা। ধরা পড়া দুষ্কৃতীর নাম মইরুদ্দিন হালদার। ত𝔍ার বাড়ি বাড়ি উত্তরাবাদ এলাকায় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - অপহ🥀রণ, মারধর, হুমকিসহ একাধ꧑িক অভিযোগ, সোহমের বিরুদ্ধে আদালতে যাচ্ছে বিজেপি
ওদিকে ব্লক সম্পাদকের উপর দুষ্কৃতী হামলার খবর পেয়ে তাঁর বাড়িতে পৌঁছান লোকসভা নির্বাচনে মথুরাপুর কেন্দ্রের জয়ী💎 তৃণমূল প্রার্থী বাপি হালদার। তিনি বলেন, যে ধরা পড়েছে সে ISF কর্মী। গঙ্গাধরপুরে ISF লিড দিতে চেয়েছিল। কিন্তু মহিম মোল্লার মতো লোকের জন্য তা পারেনি। সেই আক্রোশ থেকে হামলা হয়েছে। এটাই ISFএর অভ্যাস। এই হামলায় মহিম সাহেবের প্রাণও চলে যেতে পারত। পুলিশকে বলব ধৃতের বিরুদ্ধে যেন কঠোরতম পদক্ষেপ করা হয়।