আবাসের তালিকায় ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে। বহু জায়গায় স্বজনপোষনে🌠র অভিযোগও রয়েছে। প্রকৃত গরীব মানুষকে বঞ্চিত করে শাসকদলের নেতাকর্মীদের নাম রাখা হয়েছে তালিকায় এমন অভিযোগও উঠছে। তবে এবার এনিয়ে আচমকাই বিবেক জেগে উঠল ডায়মন্ডহারবারের দুই তৃণমূল নেতার।
তারা তালিকা থেকে নাম বাতিলের জন্য লিখিত আবেদন জা꧒নিয়েছেন বলে খবর।
মশাট গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজু সরকার বলেন, ২০১৮ সালে যখন সমীক্ষার তালিকা তৈরি হয়েছিল তখন আমাদের বাড়ি একেবারে ভাঙাচোরা ছিল। সেই সময় আমার নাম ছিল তালিকায়। এদিকে বর্তমান তালিকাতেও দেখি আমার নাম চলে এসেছে। কিন্তু আমি তো ঘর করে নিয়েছি। সেকারণে আমি নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছি। যারা যোগ্য ꦿব্যক্তি তারা যাতে ঘর পায় সেটাই চাইছি।
রসুলডাঙা পঞ্চায়েতের অপর এক সদস্য এনায়েত হোসেন মোল্লা বলেন, আমি পাকা বাড়ি করেছি। তবে এখানে অনেক গরীব মানুষ রয়েছেন। আমি চাই তারা ঘর পান। যাদের নেই তাদের হোক। ডায়মন্ডহারবার ১ নম্বর ব্লকের বাসিন্দা ওই দুই তৃণমূল 𓄧নেতꦗা। তাদের নাম ছিল তালিকায়। এবার তারা নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানালেন।