বর্ষা এখনও আসেনি। তার আগেই মালদায় ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গি। ইতিমধ্যেই এই জেলায় ১১৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, যা অন্যান্য জেলার থেকে বেশি। বর্ষা আসার আগেই জেলায় ডেঙ্গি যেভাবে বাড়ছে তাতে বর্ষা আসলে কী পরিস্থিতি হতে পারে তা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্যকর্তারা। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, এবার এখনও পর্যন্ত এই জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এই অবস্থায় ডেঙ্গি নিয়ন্ত্রণ করতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য দফতর। পাশাপাশি🅷 চিকিৎসকদের ডেঙ্গি এবং স্ক্রাব টাইপাস রোগের চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: কোন 🔜কোন লক্ষণ দেখলে বুঝবেন ডেঙ্গি হয়েছে? জেনে নিন চিক﷽িৎসকের থেকে
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১১৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৯ থেকে ১৫ মে এই ক’দিনে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে ১১ জন। এরমধ্যে চার জন মালদা মেডিক্যাল কলেজে ভরতি রয়েছেন। উল্লেখ্য, গত বছর মালদহে ৪,৪২৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। আর এ বছর যা পরিস্থিতি, তাতে এখন থেকেই ব্যবস্থা গ্রহণ না করলে বর্ষার সময় পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পা✱রে বলে আশঙ্কা স্বাস্থ্য দফতরের আধিকারিকদের।
এ অবস্থায় ডেঙ্গি নিয়ন্ত্রণে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য দফতর। ভেক্টর কন্ট্রোল টিমের সদস্যদের নামিয়ে এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি বাড়ি ঘুরে সচেতনতা বৃদ্ধি সহ একাধিক কর্মসূচি শুরু হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গ্রামীণ এলাকায় ১,৩১৪টি ‘ভিলেজ সুপারভাইজ়ার টিম’ (ভিএসটি) নজরদারি ও সচেতনতা চালাবে। গ্রাম ও দুই শহর মিলিয়ে ৪১২টি ‘ভেক্টর কন্ট্রোল টিম’ (ভিসিღটি) এবং দুই শহরে ৫৯টি ‘পাল্স মোড টিম’ নজরদারি ও সচেতনতা চালাবে। এছাড়াও ২৬৪টি দল সচেতনতার জন্য গড়া হয়েছে।