ইতিমধ্যে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল। শুরু হয়ে গিয়েছে ল্যান্ডফল প্রক্রিয়া। সেই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হ💙াওয়া বইছে। সেই পরিস্থিতিতে সোমবার (২৭ মে) হাওড়া এবং শিয়ালদায় কমপক্ষে ৫২টি ট্রেন বাতিল করল ভারতীয় রেল। সোমবার (২৭ মে) কোন কোন ট্রেন বাতিল করা হল, সেটার পুরো তালিকা দেখে নিন।
সোমবার কোন কোন ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে?
১) ১২৮৫৭ হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস: সোমবার (২৭ ম🦩ে) বাতিল 💛থাকবে।
২) ০৮১৩৫ মেচেদা-দিঘা লোকাল স্পেশাল: সোমবার🍬 চালানো হবে না।
৩) ১২৮৫৮ দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্🉐সপ্রেস: সোমবার বাতিল করে দেওয়া হয়েছে।
৪) ০৮১৪০ দিঘা-মেচেদা লোকাল স্পেশ🍌াল: ঘূর্𝓰ণিঝড়ের জেরে সোমবার বাতিল করে দেওয়া হয়েছে।
৫) ০৮১৩৬ দিঘা-পাঁশকুড়া লোকাল স্পেশাল: সো🐲মবার সেই ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।
৬) ০৮১৩৮ দিঘা-পাঁশকুড়া মেমু প্যা🗹সেঞ্জার স্পেশাল: সোমবার বাতিল করে দেওয়া হয়েছে🗹।
সোমবার লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় কোন কোন ট্রেন বাতিল?
১) ডাউন ৩৪৯১৪: লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে ভোর ৪ টে ১২ মিনিট🍎েꦛ।
২) ডাউন ৩৪৯১৬🤪: সকাল ৬ টায় ꩵলক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।
৩) আপ ৩৪৯৩৫: রাত ৩ টে ১৫ মিনিটে নামখানা থেকে ছা𒐪ড়ে🍌।
৪) আপ ৩৪৯৩৭: নামখানা থেকে ছাড়💮ে ভোর ৪ টে ৩৯ মিনিটে (নামখানা-কাকদ্বীপ লোকাল)।
৫) আপ ৩৪৯♔৮১: ভোর ৫ টায় কাকদ্বীপ থেকে ছাড়ে (কাকদ্বীপ-লক্ষ্মীকান্তপুর লোকাল)।
শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর শাখায় কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?
১) ডাউন ৩৪৭১২: ভোর ৪ টেয় শিয়ালদা থেকে ছাড়ে।
২) ডাউন ৩৪৭১৪: শিয়ালদা থেকে🌸 ছাড়ে ভোর ৪ টে ৩💖০ মিনিটে।
৩) ডাউন 🅷৩৪৭১৬: ভোর ৫ টে ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৪) আপ ৩৪৭১১: রাত ৩ টেয় লক্ষ্ম🔴ীকান্তপুর থেকে ছাড়ে।
৫) আপ ৩৪৭১৩: লক🙈্ষ্মীকান্তপুর থেকে রাত ৩ টে ৩৫ মিনিটে ছাড়ে।
৬) আপ ৩৪৭১🅰৫: ভোর ৪ টে ১৫ মিনিটে লক্ষ্মীকান্তꦯপুর থেকে ছাড়ে।
৭) আপꦬ ৩৪৭১৭: লক্ষ্মীকান্তপুর থেকে ভোর ৪ টে ৪৫ মিনিটে ছাড়ে।
শিয়ালদা-ডায়মন্ড হারবার শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?
১) ডাউন ৩৪৮১২: রাত ৩ টে ৫৪ মিনিটে শিয়ালদা থেকে 🔥ছাড়ে।
২) ডাউন ৩৪৮১৪: শিয়ালদা থ🃏েকে ছাড়ﷺে ভোর ৪ টে ৪৫ মিনিটে।
৩) ডাউন ৩৪৮১৬: ভোর ৫ টা ৫৪ মিন🌠িটে শিয়ালদা থেকে ছা෴ড়ে।
৪) আপ ৩৪৮১১: রাত ৩ টেয় ডায়মন্ড হারবার থেকে ছাড়ে।
৫) ܫআপ ৩৪৮১৩: ডায়মন্ড হারবার থেকে ছাড়ে ভোর ৪ টেয় ।
৬) আপ ৩৪৮১৫: ভোর ৪ টে ৪০ মিনিটে ডায়ম♌ন্ড হারবার🌜 থেকে ছাড়ে।
শিয়ালদা-ক্যানিং শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩৪🎀৫১১: রাত ৩ টে ৪৫ ম🎃িনিটে ক্যানিং থেকে ছাড়ে।
২) আ✱প ৩৪৫১৩: ক্যানিং থেকে ছাড়ে ভোর ৪ টে ৩২ মিনিটে।
সোনারপুর-ক্যানিং শাখায় কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?
♏১) ডাউন ৩৪৩৫২: ভোর ৪ টে ৫০ মিনিটে সোনারপুর থেকে ছাড়ে।
২) ডাউন ৩৪৩৫৪: সোনারপুর থেকে ছাড়ে♔ ভোর▨ ৫ টা ৩০ মিনিটে।
শিয়ালদা-সোনারপুর শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ডাউন ৩৪৪১২: শিয়ালদা ꧑থেকে ছাড়ে ভোর ৪ টে ১৫ মিনিটে।
২) ডাউন ৩৪৪২৪: সকাল ১০ টা ৪৫ মি🔴নিটে শিয়ালদা থেকে ছাড়ꦯে।
৩) ডাউন ৩৪৪২৬: শি♉য়ালদা থেকে ছাড়༺ে সকাল ১০ টা ৫৫ মিনিটে।
৪) ꦓআপ ৩৪৪১১: সোনারপুর থেকে ছাড়ে ভোর ৪ ൩টে ৪০ মিনিটে।
শিয়ালদা-বজবজ শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ডাউন ৩♛৪১১২: শিয়ালদা 𝓀থেকে ছাড়ে রাত ৩ টে ৪৫ মিনিটে।
২) ড𓂃াউন ৩৪১১৪: ভোর ৪ টে ৩৬ মিনি༒টে শিয়ালদা থেকে ছাড়ে।
৩) আপ ৩৪১১১: ভোর ৪ টে ৪৫ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
৪) আপ ৩৪১১৩: বজবজ থেকে ছাড়ে ভোর ৫ টা ৪৩ মিনিটে।
শিয়ালদা-বারুইপুর শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ডাউন ৩৪৬১২: ভোর ৫ টা ৫ মিনিটে শিয়ালꦇদা𒅌 থেকে ছাড়ে।
২) ডাউন ৩৪৬১৪: শিয়ালদা থেকে 💦ছাড়ে সকাল ৬ টা ২ মিনিটে।
৩) আপ ৩৪৬১১: সকাল ৬ টা🔯 ১৩ মিনিটে বারুইপুর থেক🐎ে ছাড়ে।
৪) ♍আপ ৩৪৬১৩: বারুইপুর থেকে ছাড়ে সকাল ৬ টা ৫৮ মিনিটে।
শিয়ালদা-হাসনাবাদ শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ডাউন ৩৩৫১২: ꧙শিয়ালদা থেকে ছাড়ে রাত ৩ টে ৫🦄 মিনিটে।
২) ডাউন ৩৩৫১৪: ভোর ৪ টে ৪৮ মিনিটে শিয়ালদা থেকে💜 ছাড়ে।
৩) আপ ৩৩৫১১: ভোর ৫ &nbꦚsp;টা ২০ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।
বারাসত-হাসনাবাদ শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ডাউন ৩৩৩১২: ভোর ৫ টা ১০ ম��িনিটে হাসন🌞াবাদ থেকে ছাড়ে।
২) আপ ৩৩৩১১: ভোর ৪ টে ৩ মিনিটে বারাসত থেকে ছাড়ে।
৩) আপ ৩৩৩১৩: বারাসত থেকে ছাড়ে ভোর ৫ টায়।
সোনারপুর-বারুইপুর-ডায়মন্ড হারবার শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ডাউন ৩৪৮৮💙২: সোনারপুর থেকে ছাড়ে ভোর ৪ টে ৫০ মিনিটে।
২) ডাউন ৩৪৮৯২: সকাল ৯ টা ২২ মিনিটে বারুইপুর ♋থেকে ছাড়েℱ।
🌄৩) আপ ৩৪৮৯১: সকাল ৬ টা ১৩ মিনিটে ডায়মন্ড হারবার থেকে ছাড়ে।
৪) আপ ৩🎶৪৮৮১: ডায়মন্ড হারবার থেকে ছাড়ে সকাল ১০ টা ৪৫ মি♔নিটে।
বারুইপুর-লক্ষ্মীকান্তপুর শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ডাউন ৩৪৩৩৪: সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে বারুইপুর 🌺থেকে ছাড়ে।
২) আপ ৩৪৩৩১: সকাল ৮ টা ২০ মিনিꦉটে লক্ষ্মীকান🐓্তপুর থেকে ছাড়ে।
আরও পড়ুন: Cyclone Remal LIVE: ল্যান্ডফল শুরু ঘূর্ণিঝড় রেমালের, ৪ ঘ🅠ণ্টা চলবে, ১৩৫-তে ঝড়