সোমবার বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান শোনা গিয়েছিল। আর তার পরেই দিনই ডান্ডা হꦦাতে দেখা গেল দিলীপ ঘোষকে। প্রতিদিনই প্রাতঃভ্রমণে বেরিয়ে গরমাগরম বাক্যবাণ প্রয়োগ করছেন দিলীপ ঘোষ। এনিয়ে নির্বাচন কমিশন তাঁকে সতর্কও করেছে। কিন্তু, থামার নাম নেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমাﷺতেই মঙ্গলবার একেবারে নতুন রূপে দেখা গেল দিলীপ ঘোষকে। এর পাশাপাশি তৃণমূলকেও এদিন আক্রমণ করেন বিজেপি প্রার্থী।
আরও পড়ুন: ‘গলায় পা দিয়ে বাংলা সি🌼নেমা ডুবিয়েছেন…’, তৃণমূলের দেবকে খোঁচা দিলীপের
এদিন দুর্গাপুরের একটি পার্কে প্রাতঃভ্রমণে বেরোন দিলীপ ঘোষ। সেখানে তাঁকে ডান্ডা হাতে নিয়ে হাঁটতে দেখা যায়। তার মধ্যেই জনসংযোগ সারেন। প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি সেলফি তোলেন। কেন ডান্ডা হাতে নিয়ে এদিন দেখা গেল দিলীপ ঘোষকে? তার ব্যাখ্যা দেন বিজেপি প্রার্থী। তিনি বলেন, ‘আমাকে এক বন্ধু বললেন রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক চলে আসে। তাই একটা ডান্ডা হাতে রাখুন।’ যদিও গতকালের গো ব্যাক স্লোগানের অভিজ্ঞতা থেকেই তিনি হাতে ডান্ডা রাখছেন কি না সাংবাদিকদ♌ের সেই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘আমার অভিজ্ঞতা অনেক জায়গাতে হয়েছে। কিন্তু, আমি খালি হাতেই ঘুরে বেড়ায়। কিন্তু, ওঁর ইচ্ছেই আজকে আমি এই ডান্ডা নিয়ে ঘুরেছি। এইটা দেখিয়েও হয়তো কাজ হয়।’ তাহলে দিলীপ আইন নিজের হাতে তুলে নিচ্ছেন না? সেই প্রশ্ন উঠতেই দিলীপ ঘোষ বলেন, ‘ আইনকে আমরা মেনে চলি। আমরা আইনকে নিজের হাতে তুলে নিই না। যারা আইনকে নিজের হাতে তুলে নেয় তাদের জন্য এই ডান্ডা আছে।’