সমাবর্তন অনুষ্ঠানে পোশাক নির্দেশিকা ঘিরে বিতর্কে জড়িয়েছে খড়গপুর আইআইটি। আগামী ডিসেম্বর মাসে খড়গপুর আইএসটির সমাবর্তন অনুষ্ঠান রয়েছে। ওই অনুষ্ঠানে পড়ুয়াদের পা থেকে মাথা পর্যন্ত কী ধরনের পোশাক পড়তไে হবে? তা নির্দিষ্ট কর൲ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে তাতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। তাছাড়া, এই নির্দেশিকায় ছেলে এবং মেয়েদের জন্য আলাদা পোশাকের কথা উল্লেখ থাকলেও তৃতীয় লিঙ্গের জন্য কোনও পোশাকের উল্লেখ করা হয়নি। এই সমস্ত বিষয়ে নির্দেশিকাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন: বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম ৫০০-তে ভারতের ১১, আছে বাংౠলার ১
আন্তর্জাতিক মানের এই প্রতিষ্ঠানে এবার ৬৯ তম সমাবর্তন অনুষ্ঠান হতে চলেছে। তার আগে পোশাকের বিষয়ে পড়ুয়াদের মেইল করে জানিয়েছে আইআইটি কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, ছেলেদের ক্ষেত্রে পাঞ্জাবি পাজামা পড়ত🃏ে হবে এবং মেয়েদের ক্ষেত্রে শাড়ি পড়তে হবে। শুধু তাই নয় পোশাকের রং কী হবে? কী সেলাই থাকবে? কেমন কলার হবে? সে বিষয়টিও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। মেয়েদের সাদা শাড়ি পড়তে বলা হয়েছে। তাতে সোনালী রঙের পাড় থাকতে হবে এবং সাদা ব্লাউজ পরতে হবে। তবে হাত কাটা ব্লাউজ পড়া যাবে না। শুধু এখানেই থেমে না থেকে মেয়েদের কেমন অলঙ্কার পরতে হবে? সে বিষয়টিও বলা হয়েছে। আবার কেমন জুতো পরতে হবে? তাও উল্লেখ করা রয়েছে। তাতে বলা হয়েছে, ছেলে মেয়ে উভয়কেই কোলাপুরি চপ্পল পরে যেতে হবে। এই অবস্থায় একটি শিক্ষা প্রতিষ্ঠান কি আদৌও এইভাবে পড়ুয়াদের উপর পোশাক ও সাজগোজ চাপিয়ে দিতে পারে? তা নিয়ে উঠেছে প্রশ্ন।