আজ, বৃহস্পতিবার চলন্ত ট্রেন থেকে এক যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। সহ–যাত্রীদের সঙ্গে বচসার জেরেই এমন ঘটনꦓা ঘটেছে বলে অভিযোগ। আর এই বচসা চলাকালীনই চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে যুবককে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। তার জেরে ওই যাত্রীকে রক্তাক্ত অবস্থায় জখম হন। তাঁকে উদ্ধার করেছেন এলাকার মানুষজন। বীরভূমের নলহাটি থানার কাদিরপুর গ্রামে এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে।
ঠিক কী ঘটেছে বীরভূমে? স্থানীয় সূত্রে খবর, আজ বৃহস্পতিবার সকালে নলহাটি থানার পাইকপাড়া থেকে মধুরা যাওয়ার রাস্তায় কাদিরপুর গ্রౠামের পাশেই ওই যুবকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া যুবকের নাম শিপুল নাথ। তাঁর বাড়ি দক্ষিণ ত্রিপুরার পুরনো রাজবাড়ি থানার তেবাড়িয়া গ্রামে। চার বন্ধু মিলে ট্রেনে চড়ে আগরতলা থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন। ট্রেনের কয়েকজন যাত্রীর সঙ্গে তাঁদের বচসা বাধে। আর তখনই চলন্ত ট্রেন থেকে এই য়ুবককে ঠেলে ফেলে দেওয়া হয়।
আর কী জানা যাচ্ছে? যুবক শিপুল নাথকে মারধর করে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। আজ সকল♋ে কাদিরপুর গ্রামের লোকজন রক্তাক্ত অবস্থ🐬ায় ওই আহত যুবককে দেখতে পান। এরপর তারা নলহাটি থানায় খবর দেন। ঘটনাস্থলে আসে নলহাটি থানার পুলিশ। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। যুবকটি প্র💫াণে বেঁচে গিয়েছেন ঠি✅কই। তবে মারাও যেতে পারতেন দুর্ঘটনায়।