আরজি কর হাসপাতালের ঘটনা হোক বা জয়নগরের ঘটনা—নারী নিরাপত্তা পড়েছে প্রশ্নের মুখে। তাই দুর্গাপুজোয় কলকাতা পুলিশের ছুটি বাতিল হয়েছে শহরে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে। অতিরিক্ত ১০ হাজার পুলিশ নামানো হয়েছে দুর্গাপুজোয়। বাদ যায়নি জেলাও। প্রত্যেক জেলায় জেলা পুলিশের ছুটিও বাতিল করা হয়েছে। যাতে নিরাপদে সকলে দুর্গাপুজোর আনন্দে মেতে উঠতে পারেন। মেয়েদের বিরক্ত করতে যাতে কেউ না পারে তার জন্যও বাড়তি ব্যবস্থা রাখা হচ্ছে। প্রত্যে♛ক জেলাতেই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে নবান্ন।
আজ, মহাসপ্তমী। আজকের দিনেও চলছে আন্দোলন–প্রতিবাদ। আর এই ঘটনা ঘটছে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে। তাই এই আবহে দুর্গাপুজোর ভিড়ে রোমিওদের ধরতে নানা ব্যবস্থা করছে জেলা পুলিশ। পূর্ব মেদিনীপুরে ড্রোন ক্যামেরায় নজরদারি চালাচ্ছে পুলিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚশ। জনবহুল এলাকায় উড়ছে ড্রোন। তার সঙ্গে 🐈পুলিশ কড়া নজর রাখছে সিসি ক্যামেরায়। নারী সুরক্ষার কথা মাথায় রেখে রাস্তায় নেমেছে পাঁচটি পিঙ্ক ভ্যান। জেলার যেসব জায়গায় দুর্গাপুজো হয় সেসব জায়গার পাশাপাশি দিঘা–মন্দারমণির মতো পর্যটন কেন্দ্রেও নজরদারি চালাবে আরও একটি ভ্যান।
আরও পড়ুন: ছোট্ট মেয়ের কষ্ট মুছল কলকাতা হাইকোর্ট, বাবা–মাকে এক করতেই দুর্গাপুজো জমজমাট
পূর্ব মেদিনীপুর ছাড়াও হুগলি, বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বীরভূম এবং অন্যান্য জেলাতেও এমন ব্যবস্থা রাখা হয়েছে। তাই জেলা পুলিশের ছুটি বাতিল হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বড় দুর্গাপুজোগুলির ক্ষেত্রে। রাস্তায় নামানো হয়েছে বিশাল পুলিশবাহিনী। দুর্গাপুজোয় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই প্রস্তুত জেলা পুলিশ। তাই সমস্ত জেলায় পুলিশ ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে। এমনকী সিভিক পুলিশদের সংখ্যাও বাড়ানো হয়েছে। পথ দুর্ঘটনা মোকাবিলা করা থেকে শুরু করে সুরক্ষা ব্যবস্থার জন্য থাকছে ৫ হাজার পুলিশ। বাতিল হয়েছেও সবার ছুটি।