নলহাটি বিস্ফোরক উদ্ধার♚ কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা ইসলাম চৌধুরী সম্পর্কে বিস্ফোরক তথ্য পেল NIA. তদন্তকারীদের দাবি, মোটা টাকার বিনিময়ে বিস্ফোরক পাচারকারীদের সেফ প্যাসেজ তৈরি করে দিতেন এই তৃণমূল নেতা। শাসকদলের প্রভাবশালী নেতা ও পুলিশের কাছে যেত সেই টাকার ভাগ। শনিবার তাঁকে আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিশ।
শুক্রবার বীরভূমের পাইকর থানা এলাকার কুশমোড় অঞ্চলের তৃণমূল সভাপতি ইসলাম চৌধুরীকে গ্রেফতার করে NIA. তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ল্যাপটপ ও বহু গুরুত্বপূর্ণ নথি। এর পর 🔥ধৃতকে জেরা করে গোয়েন্দারা জানতে পারেন, মূলত পাচারকারীদের সেফ প্যাসেজ করে দিতেন এই তৃণমূল নেতা। বিনিময়ে আদায় করতেন মোটা টাকা।
শুক্রবার মুরারইয়ের বড়লিপাড়ায় ইসলাম চৌধুরীর বাড়িতে তল্🌃ল💃াশি চালান গোয়েন্দারা। এর পর সেখান থেকে তাঁর বাবা ও স্ত্রীকে থানায় নিয়ে আসে NIA. তাদেরও ইসলাম চৌধুরীর কারবারের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার ধৃতকে আদালতে তুলে হেফাজতে নিয়েছে NIA. পাচারের টাকা কার কার মধ্যে ভাগ হত তা ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।
গত বছর জুন মাসে বীরভূমের মহম্মদবাজারে একটি গাড়ি থেকে ৮১ হাজার ডেটোনেটর উদ্ধার করে কলকাতা পুলিশের STF. গাড়ি চালককে জেরা করে ২৭ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেন তদন্তকারীরা। সেই ঘটনায় আগেই বানিওর গ্রামের তৃণমূল প্রার্থী মনোজ ঘোষকে গ্রেফতার করেছে NIA. তাঁকে জেরা করে গ্রেফতার করা হয় আরও ২ জনকে। বলে রাখি, পঞ্চায়েত নির্বাচনে ক꧙ুশমোড় গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছেন ইসলাম চৌধুরীর স্ত্রী।