কলকাতা ছাড়িয়ে এবার মেদিনীপ🐭ুরে ধরা পড়ল ভুয়ো IPS। সৌম্যকান্তি মুখোপাধ্যায় নামে ওই যুবকের বিরুদ্ধে IPS পরিচয় দিয়ে একাধিক ব্যক্তিকে প্রতারণার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে কোতয়ালি থানার পুলিশ। তাঁর কাছ থেকে IPS-এর ব্যাজ ও পরিচয়পত্র উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়♏েছে, মেদিনীপুর শহরের লাইব্রেরি রোডের বাসিন্দা ওই যুবক তাপস বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির কাছ থেকে সহজে ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৮০ হাজার টাকা দেন। কিন্তু ঋণ না পেয়ে তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। এর পর পুলিশের দ্বারস্থ হন তিনি। একই রকম আভিযোগ আসে আরও কয়েকজনের কাছ থেকে। এর পর সৌম্যকান্তিকে গ্রেফতার করে পুলিশ।
তদন্তে আধিকারিকরা জানতে পেরেছেন, IPS হওয়ার জন্য বেশ কয়েকবার UPSC পরীক্ষায় বসেছিলেন ওই যুবক। কিন্তু পাশ করতে পারেননি। এর পর প্রতারণার রাস্তা ধরেন তিনি। IPS-এর ভুয়ো পরিচয়পত্র, ব্🎉যাজ বানিয়ে ময়দানে নামেন তিনি।
পাড়ার ছেলের এহেন কীর্তিতে হতবাক প্রতিবেশীরা। ছেলে গ্রেফতার♕ হতেই বাড়ি ছে𓃲ড়েছেন বাবা-মা।