হাজারো দুর্নীতির রাজ্য পশ্চিমবঙ্গে আবিষ্কার হল নতুন দুর্নীতি। এবার কৃষকবন্ধু প্রকল্পের টাকা জমা পড়ল নাবালকদের ব্যাঙ্ক অ♒্যাকাউন্টে। এমনই অভিযোগ মালদার হরিশ্চন্দ্রপুরে। সেখানকার কৃষকরা অভিযোগ করেছেন, যোগ্য চাষিরা কৃষকবন্ধু প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। দালালের মাধ্যমে টাকꦇা চলে যাচ্ছে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
আরও পড়ুন - পিস্তল নিয়ে স্কুলে এল পড়ুয়া, তৃণমূল নেত🌟ার ‘🐼ভাইপো’র কাণ্ডে তোলপাড়
পড়তে থাকুন - ইংরেজবাজারে জﷺঞ্জাল কর, TMC-র খারাপ ফলের জন্যই এমন সিদ্ধান্ত, অভিযোগ বিজেপির
হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের তেলজান্না স্লুইস গেট এলাকার কৃষকদের অভিযোগ, কৃষ𝄹কবন্ধু প্রকল্পের তালিকায় তাদের নাম থাকলেও টাকা তারা পাচ্ছেন না। টাকা চলে যাচ্ছে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এমনকী নাবালকদের নামেও খোলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এমনকী বিহারের বাসিন্দার অ্যাকাউন্টে ঢুকছে বাংলার কৃষকবন্ধু প্রকল্পের টাকা। শুধু কৃষকবন্ধু নয়, অন্যান্য একাধিক সরকারি প্রকল্পের টাকা এভাবে অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে বলে অভিযোগ তাঁদের। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্মী একথা তাঁদের জানিয়েছেন।
কৃষকদের অভিযোগ সম্পর্কে কিচ্ছু জানেন না বলে জানিয়েছেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও। তিনি বলেন, ‘আমাদের কাছে কেউ অভিযোগ জানালে তদন্ত করব।’ স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, ‘দুর্নীতি হয়ে থাকলে তার দায় বিজেপির। কারণ লোকসভা ভোটে পোস্টাল ব্যালটে মালদা উত্তর কেন্দ্রে বিজেপি জিতেছে। বিজেপি ♌সমর্থক সেই সরকারি কর্মীরাই দুর্ন🍨ীতির সঙ্গে যুক্ত।’
আরও পড়ুন - ভোটে💜 পরাজিত হয়েই বিয়ের🍨 পিঁড়িতে বসলেন বিজেপি MLA স্বপন মজুমদার, পাত্রী কে?
রাজ🌄্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘ওখানে একজন গ্রাহক সেবা কেন্দ্রের মালিক লোক খেপানোর চেষ্টা করছেন। সমস্ত যোগ্য কৃষক টাকা পেয়েছেনꦏ। গুজবে কান দেবেন না।’