বিশাল আকৃতির দৈত্যাকার কাতলা মাছ উঠল মৎস্যজীবীদের জালে। যার ওজন প্রায় ৪৮ কেজি! মাছের বাজারে এত বড় কাতলা মাছ দেখে কার্যত বিস্মিত সকলেই। ঘটনাটি মালদার নেতাজি ⛄পুরবাজারের। বিশাল আকৃতির এই মাছ দেখতে ওই বাজারে ভিড় জমান আমজনতা। আবার অনেকে এত বড় মাছের ছবিও তুললেন মোবাইলে। ক্রেতাদের কথায়🤪, তাঁরা এত বড় কাতলা মাছ এই বাজারে কোনওদিন দেখেননি। ওই মাছটি ৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
আরও পড়ুন: ওজন ৩০০ কেজি! ধরা পড়ল বিশ্বের সবথেকে বড় মাছ,🦂⛎ তীরে আনতে লাগল ১২ জনকে
জানা গিয়েছে, বৃহস্পতিবার মালদার নেতাজি পুর বাজারে দৈত্যাকার এই মাছ আনা হয়। সেই খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যার ফলে মাছ দেখতে বাজারে ভিড় করেন বহু মানুষ। সেই ভিড় সামলাতে কার্যত হিমশিম খেতে হয় বাজার কর্তৃপক্ষকে। ওই বাজারের এক মাছ বিক্রিতা জানান, বিশালাকার এই মাছটি হল কাতলা মাছ। গঙ্গা থেকে মাছটি মৎস্যজীবীদের জালে উঠেছে। এর আগে এই বাজারে ৩৫ থেকে ৩৬ কেজির মাছ এসেছে। তবে এত বড় মাছ এই প্রথম এই বাজারে আসল। মাছটির ওজন ৪৮ কেজি। সেটি বিক্রি হয়েছে ৮০০ থেকে ৯০০ টাকা কেজি ধরে। তিনি জানান, গঙ্গার মাছ সব সময় পাওয়া যায় না তাই এই মাছের চাহিদা অনেক বেশি। ওই൲ বাজারে মানুষ শুধু জমাননি, অনেকেই আবার এত বড় মাছ দেখে লোভ সামলাতে পারেনি। যে যেমন পেরেছেন মাছ কিনে নিয়ে গিয়েছেন।