রাজ্য সড়কের ধারে পড়ে রয়েছে চার যুবকের মৃতদেহ। সকালে এই দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দাদের চক্ষু চড়কগাছ। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে মুর্শিদাবাদের কান্দি–সাঁইথিয়া রাজ্যসড়কের ধার থেকে উদ্ধার করে চার যুবকের মৃতদেহ। তারপর তা ময়নাতদন্তে পাঠানো হয়। এই চার যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে দেহগুলি ক্ষতবিক্ষত ছিল। খুন নাকি দুর্ঘটনা? তদন্ত শুরু পুলিশের।স্থানীয় সূত্রে খবর, আজ, সোমবার সকালে রাজ্য সড়কের ধার থেকে চার যুবকের দেহ উদ্ধার হয়েছে। মাঠে কাজ করতে যাওয়ার সময় এই দেহগুলি নজরে পড়ে। পুলিশের প্রাথমিক ধারণা, মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই চার যুবকের। ঘটনাস্থল থেকে একটি মোটরবাইক উদ্ধার হয়েছে। তাহলে কী একটা মোটরবাইকে চারজন যাচ্ছিল? উঠছে প্রশ্ন। নাকি নেপথ্যে অন্য রহস্য রয়েছে? পুলিশ সূত্রে খবর, দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট না আসা পর্যন্ত এখনই কিছু বলা যাচ্ছে না। তবে দুর্ঘটনা ঘটলে চারটি মৃতদেহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকত না। তাছাড়া রাতের টহলদারি পুলিশ বিষয়টি টের পেতেন। ঠিক কি ঘটেছে তার জন্য তদন্তে নেমেছে পুলিশ। রহস্যের জাল দ্রুত ছিন্ন হবে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।এখন প্রশ্ন উঠছে, একটি মোটরবাইকে চারজনের যাওয়া কী সম্ভব? পিটিয়ে মেরে এখানে ফেলে রেখে যাওয়া হয়নি তো? এখন এই চারজনের পরিচয় জানা অত্যন্ত জরুরি বলে মনে করছে পুলিশ। এদের ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। চার যুবকের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। এমনকী অন্য কোনও ঘটনার সঙ্গে এই গটনা জড়িত কিনা তাও খোঁজা হচ্ছে।