আবার অবৈধ মাদক কারবারে গ্রেফতার। কয়েক কোটি টাকার মাদক পাচার করতে গিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপের হাতে গ্রেফতার হল চারজন। ব্রাউন সুগার–সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই গ্যাংয়ের মধ্যে একজন মহিলা রয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের বাজার–মূল্য ২ কোটি টাকা।ঠিক কী ঘটেছে শিলিগুড়িতে? শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপের কাছে গোপন সূত্রে খবর আসে বড় অঙ্কের টাকার মাদক পাচার হতে চলেছে। সেই খবরের উপর ভিত্তি করে কামরাঙ্গাগুড়ি ওভারব্রিজ লাগোয়া এলাকায় ঘাপটি মেরে বসে থাকে পুলিশ। তারপর ওই মহিলা এবং তিন পুরুষ একটা জায়গায় মিলিত হযে মাদক পাচারের অপারেশন করতে প্রস্তুতি নেয়। আর তখনই চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতরা—দীপক চন্দ্র বর্মন, রিন্টু শেখ, রতন বিশ্বাস এবং জেহরা বেগম। এই দীপক জলপাইগুড়ির বাসিন্দা। মালদহের বাসিন্দা রিণ্টু। রতন বাগডোগরা এলাকায় থাকে এবং জেহরা বেগম দার্জিলিংয়ের বাসিন্দা। এদের কাছ থেকে ১ কেজি ব্রাউন সুগার ও একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার–মূল্য ২ কোটি টাকা। এই বিপুল পরিমাণ মাদক কোথায় পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।এই পাচার চক্রটি আগেও সক্রিয় ছিল। এই কাজ তারা আগেও মিলিতভাবে করেছে। সম্ভবত নেপাল সীমান্ত থেকে এদের হাতে মাদক আসে। সেই মাদক উত্তরবঙ্গ হয়ে গোটা রাজ্যে ছড়িয়ে পড়ত। এই পাচার চক্রের সঙ্গে অনেক ব্যবসায়ী জনিত বলে সূত্রের খবর। পুলিশের অনুমান, আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে এই চারজন জড়িয়ে ছিল।