বাংলার পশ্চিমাঞ্চলের মানুষের সুখবর দিল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। পরীক্ষামূলকভাবে ছ'মাস সাত জোড়া (১৪ টি) দূরপাল্লার ট্রেন পুরুলিয়া, ঝাড়গ্রাম, গড়বেতা, বিষ্ণুপুর এবং ওন্দাগ্রাম স্টেশনে দাঁড়াবে। ভবিষ্যতেও ট্রেনগুলি ওই স্টেশনগুলিতে দাঁড়াবে কিনা, তা আয়-ব্যয়ের হিসাব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে রেল।যদিও সেই ঘোষণা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, দীর্ঘদিন রাজ্যের পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী ট্রেনের পরিষেবা বন্ধ রেখে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক ফায়দা লাভের জন্য স্রেফ বাড়তি স্টপেজ যোগ করা হচ্ছে। বিজেপির পালটা দাবি, সবেতেই রাজনীতির যোগ দেখতে পাওয়া তৃণমূলের স্বভাব হয়ে গিয়েছে। তবে ভোটের মাসদেড়েক-দুয়েক আগে ‘স্টপেজ-নীতি’ নিয়ে বিজেপি প্রচার চালাবে, তা নিয়ে কোনও একেবারেই দ্বিমত নন রাজনৈতিক পর্যবেক্ষকরা।একনজরে দেখে নিন কোন ট্রেন কোন স্টেশনে দাঁড়াবে এবং কখন পৌঁছাবে -১) ভুবনেশ্বর-আনন্দ বিহার স্পেশাল : ১৫ ফেব্রুয়ারি থেকে রাত ১ টা ১৮ মিনিটে পুরুলিয়ায় পৌঁছাবে।২) আনন্দ বিহার-ভুবনেশ্বর স্পেশাল : আগামিকাল (১৭ ফেব্রুয়ারি) থেকে রাত ২ টো ২৮ মিনিটে পুরুলিয়ায় ঢুকবে।৩) পুরী-আনন্দ বিহার স্পেশাল : আজ (১৬ ফেব্রুয়ারি) থেকে সন্ধ্যা ৬ টা ৩ মিনিটে ঝাড়গ্রামে পৌঁছাবে।৪) আনন্দ বিহার-পুরী স্পেশাল : আগামিকাল (১৭ ফেব্রুয়ারি) থেকে সকাল ১০ টা ৩০ মিনিটে ঝাড়গ্রামে ঢুকবে।৫) পুরী-নয়াদিল্লি স্পেশাল : আজ (১৬ ফেব্রুয়ারি) থেকে ভোর ৪ টে ৩৬ মিনিটে ঝাড়গ্রামে পৌঁছাবে।৬) নয়াদিল্লি-পুরী স্পেশাল : আজ (১৬ ফেব্রুয়ারি) থেকে রাত ৯ টা ৩৯ মিনিটে ঝাড়গ্রামে ঢুকবে। ৭) হাওড়া-চক্রধরপুর স্পেশাল : আগামিকাল (১৭ ফেব্রুয়ারি) থেকে ভোর ৩ টে ৩২ মিনিটে গড়বেতায় পৌঁছাবে। ভোর ৩ টে ৫৫ মিনিটে ঢুকবে বিষ্ণুপুরে। ওন্দাগ্রামে ভোর ৪ টে ৫ মিনিটে পৌঁছাবে।৮) চক্রধরপুর-হাওড়া স্পেশাল : আগামিকাল (১৭ ফেব্রুয়ারি) থেকে ওন্দাগ্রামে পৌঁছাবে রাত ১২ টা ১১ মিনিটে। রাত ১২ টা ২৩ মিনিটে ঢুকবে বিষ্ণুপুরে। গড়বেতায় পৌঁছাবে রাত ১২ টা ৪৩ মিনিটে পৌঁছাবে।৯) হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস স্পেশাল : রাত ৮ টা ১৪ মিনিটে পৌঁছাবে ওন্দাগ্রামে।১০) পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস স্পেশাল : ওন্দাগ্রামে ঢুকবে সকাল ৭ ট ১৮ মিনিটে।১১) হাওড়া-টাটানগর স্পেশাল : ১৫ ফেব্রুয়ারি থেকে সন্ধ্যা ৭ টা ২৩ মিনিটে সরডিহায় পৌঁছাবে। ১২) টাটানগর-হাওড়া স্পেশাল : ১৫ ফেব্রুয়ারি থেকে সকাল ৭ টা ৪৫ মিনিটে সরডিহায় ঢুকবে।১৩) হাওড়া-মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস স্পেশাল : আজ (১৬ ফেব্রুয়ারি) থেকে বিকেল ৪ টে ২১ মিনিটে ঝাড়গ্রামে পৌঁছাবে। ১৪) মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস-হাওড়া স্পেশাল : আজ (১৬ ফেব্রুয়ারি) থেকে সকাল ৯ টা ৪১ মিনিটে ঝাড়গ্রামে ঢুকবে।