কোচবিহারের মেখলিগঞ্জের মহকুমা খাদ্য নিয়ামকের করণে গভীর রাতে আধিকারিকদের কাজ করা নিয়ে নথি সরানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযোগের আঙুল রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর দিকে। রাতবিরেতে কেন খাদ্য দফতরের আধিক♋ারিকরা ওই অফিসে কাজ করছিলেন? তাই নিয়ে উঠেছে প্রশ্ন। এই প্রশ্ন তুলে খাদ্য দফতরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ কওরেন স্থানীয়রা। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন নির্দিষ্ট সময় পর্যন্ত ওই অফিস খোলা থাকে। কিন্তু গতকাল গভীর রাতে ওই অফিস খোলা দেখে তাদের সন্দেহ হয়। তারা দ্রুত সেখানে গি𝓰য়ে দেখতে পান বেশ কয়েকজඣন আধিকারিক অফিসে রয়েছেন। অথচ কোন কর্মী নেই এত রাতে কী কাজ? তা নিয়ে আধিকারিকদের প্রশ্ন করলে তারা কোনও উত্তর দিতে চাননি। এরপর অফিসে তালা লাগিয়ে দেন স্থানীয়রা। পরে সেখানে পৌঁছয় পুলিশ। যদিও আধিকারিকরা সাংღবাদিকদের সামনে মুখ খুলতে চাননি। এমনকি কোন বিভাগের কর্মরত সেই উত্তরও দিতে চাননি। পরে পুলিশ আসলে আধিকারিকরা সেখান থেকে বেরিয়ে যান। তবে এত রাতে আধিকারিকদের অফিসে কাজ করা নিয়ে স্বাভাবিকভাবেই উঠেছে প্রশ্ন।