ভোট মিটেছে দীর্ঘদিন আগে। কিন্তু এখনও ঝালদা পুরসভার চেয়ারম্যানের পদ নিয়ে এখনও জটিলতা কাটেনি। এই নি♛য়ে জোড়া মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলায় গুরুত্বপূর্ণ রায় দিলেন বিচারপতি অমৃতা সিনহা। ৮ ডিসেম্বরের মধ্যে ঝালদা পুরসভায় ফের আস্থা ভোট করার নির্দেশ দিয়েছেন তিনি।♏
বিচারপতি তা🏅ঁর রায়ে বলেছেন, জেলাশাসকের উপস্থিতিতে এই আস্থা ভোট হবে। সেই আস্থা ভোট সংক্রান্ত রিপোর্ট আগামী ১২ ডিসেম্বরের মধ্যে আদালতে জমা দিতে হবে। বৃহস্পতিবার বিচারপতি সিনহা তাঁর নির্দেশে বলেন, মধ্যবর্তী সময় পুরসভা যেমন চলছে, তেমনই চলবে। কংগ্রেসের পক্ষে এদিন আদালতে সওয়াল করেন আইনজীবী কৌস্তুভ বাগচী।
ঝালদা পুরসভার চেয়ারপার্সন শীলা চট্টোপাধ🍨্যায়ের অপসারণ চেয়ে জোড়া মামলা হয় কলকাতা হাইকোর্টে। এর মধ্যে একটি মামলা করেন কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু। এছাড়া পাঁচজন তৃণমূল কাউন্সিলর ও দুই কংগ্রেস কাউন্সিলর দু’টি পৃথক মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেই বিচারপতি সিনহা এই নির্দেশ দিয়েছেন।
(পড়তে পারেন। ঘাড়ে ওয়াকফ জমির জরিপের কাজ, ধাক্কা খাচ্ছে KMC-র সম𒈔্পত্তি কর আদায়ের প্রচেষ্টা)
প্রসঙ্গত, ঝালদা পুরসভায় মোট আসন সংখ্যা ১২। পুরভোটে তৃণমূল ও কংগ্রেস ৫টি করে ꧙আসনে জেতে। নির্দল পায় ২টি আসন।